• ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মৃত্যুর সনদ পাওয়া শিশুটি অবশেষে মারাগেছে

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ২২, ২০২০, ০৫:৫৮ পূর্বাহ্ণ
মৃত্যুর সনদ পাওয়া শিশুটি অবশেষে মারাগেছে
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেক্স:

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতককে মৃত ঘোষণা পর দাফনের সময় কেঁদে ওঠা শিশু মরিয়ম মারা গেছে। শিশুর বাবা ইয়াসিন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকা মেডিকেলের এনআইসিইউতে ভর্তি ছিল ওই শিশুটি। তার অবস্থা প্রথম থেকেই আশঙ্কাজনক ছিলো বলে জানিয়েছিলেন চিকিৎসকরা।

শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে ঢামেকের গাইনি বিভাগে শাহিনুর বেগম নামের এক গৃহবধূ কন্যা সন্তানের জন্ম দেন। চিকিৎসকরা জানান, বাচ্চাটির মৃত অবস্থায় জন্ম হয়েছে। বাচ্চার বাবা ইয়াসিন বলেন, এরপর হাসপাতালের আয়া বাচ্চাটিকে প্যাকেট করে রেখে দেন এবং কোথাও নিয়ে দাফন করার জন্য বলেন।

রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে কবর খোঁড়া যখন প্রায় শেষ পর্যায়ে, তখন কান্নাকাটি শব্দ শুনতে পান তিনি। আশপাশে কোথাও কিছু না পেয়ে পরে পাশে রাখা নবজাতকটির দিকে খেয়াল করেন। এরপর প্যাকেট খুলে দেখেন বাচ্চাটি নড়াচড়া করছে, কান্নাকাটি করছে। এই শিশুটি আবশেষে বুধবার রাতে মারাগেছে।