গুণধর ইউএনও!

দখিনের সময় ডেক্স:

“উপজেলা কি বাপ-দাদার পৈত্রিক সম্পত্তি মনে করেন মিয়া? এখানে ঘাস খেয়ে আসিনি। পাঁচ বছরের জন্য চেয়ারম্যান হয়ে ভাব দেখান নাকি? একবার আমরা ক্ষেপলে সরকারের চেয়ার থাকে না আপনি তো দুই পয়সার উপজেলা চেয়ারম্যান।” এভাবেই লালমনিরহাটের আদিতমারী উপজেলা চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েসকে উদ্দেশ্য করে উপজেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মনসুর উদ্দিন শাসিয়েছেন। খবর সূত্র: ডিবিসি।

এদিকে গত বৃহস্পতিবার অশোভন-অপেশাদার, উচ্ছৃঙ্খল আচরণ ও মারপিটের হুমকি দেওয়ার অভিযোগ তুলে উপজেলা চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েসের বিরুদ্ধে অধঃস্তন ১৮ কর্মকর্তার পক্ষে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন ইউএনও মনসুর উদ্দিন। এদিকে, উপজেলা চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস ইউএনওকে হত্যার হুমকি দিয়েছে অভিযোগ তুলে একটি সাধারণ ডায়েরী করেছেন ইউএনও মনসুর উদ্দিন। পাশাপাশি পরিষদের সরকারী চেক বইয়ের ১৯টি পাতা ছিড়ে ফেলার অভিযোগ এনে ইউএনওর সুপারিশে সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর হাবিবুর রহমানের একটি আবেদন থানায় সাধারণ ডায়েরিভূক্ত করা হয়েছে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমরুল কায়েস ফারুক রোববার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, মনসুর উদ্দিন এই উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পর উপজেলাটিকে দুর্নীতির আখড়া বানিয়েছেন। প্রত্যেকটি কাজেই উৎকোচ আদায় করেন তিনি। তার অনিয়ম দুর্নীতিতে ঠিকাদার, ইউপি চেয়ারম্যান, অধ:স্তন কর্মকর্তারা অতিষ্ট হয়ে উঠেছেন। কিস্তু ভয়ে কেউ-ই মুখ খোলার সাহস পাচ্ছেন না। ইউএনও মনসুর উদ্দিন কাল্পনিক প্রকল্প দেখিয়ে এবং একই প্রকল্প বারবার দেখিয়ে সরকারের অপ্রত্যাশিত খাতের টাকা নিজের খেয়াল খুশিমত ব্যক্তিগত কাজে খরচ করছেন। পূর্বের গাড়িচালক আজিজুলকে দুর্নীতির হাতিয়ার হিসেবে বেছে নিয়ে তার মাধ্যমে উপজেলা চত্ত্বরের গাছ কেটে সাবার করেছেন। তার মাধ্যমে সরকারী গাড়ি ব্যবহার করে চাকুরির প্রলোভন, ঠিকাদারি কাজ দেয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছে আর্থিক অনিয়ম করেছেন। পরবর্তীতে নিজের পিঠ বাঁচাতে গাড়ি চালক আজিজুলকে সাময়িক বহিস্কার করে নিজে বহাল তবিয়তে রয়েছেন।

শুধু তাই নয়, হাট-বাজারের ইজারার ২০ শতাংশ টাকা ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক কাজে ব্যয় করার নিয়ম থাকলেও সেই টাকা তহবিলে রেখে তাদের হয়রানি করেন। পরে মোট টাকার ১০ শতাংশ টাকা কমিশন নিয়ে ছাড় করেন তিনি। প্রত্যেকটি উন্নয়ন কাজে নিজের পছন্দসই ঠিকাদার নিয়োগ ও কোন কোন কাজের ঠিকাদারি নিজেই করেন। এক্ষেত্রে কোন নিয়মের তোয়াক্কা করেন না। বর্তমানে কোন রেজুলেশন ছাড়া উপজেলা কোয়ার্টার মেরামতের কাজ তিনি নিজেই করছেন।

এছাড়াও, মুজিবশতবর্ষ উদযাপনের কথা বলে বিভিন্ন জনপ্রতিনিধি, ব্যবসায়ী, ঠিকাদার, সরকারের কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদাবাজি করে সেই টাকা নিজে আত্মসাৎ করেছেন ইউএনও। এসবের প্রতিবাদ করায় ইউএনও তার ওপর ক্ষিপ্ত হয়ে অন্যান্য দপ্তর প্রধানদের উষ্কে দিয়ে পরিকল্পিতভাবে ১২নভেম্বর জেলা প্রশাসকের নিকট তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট, কাল্পনিক অভিযোগ দিয়েছে বলে দাবি করেন চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস।

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানের মধ্যকার দ্বন্দ তুঙ্গে ওঠেছে। দুপক্ষের বিরোধ নিয়ে সর্বত্র চলছে সমালোচনার ঝড়। একে একে বেড়িয়ে আসছে চাঞ্চল্যকর সব দুর্নীতির তথ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

প্রতিদিন ৩-৪ লিটার পানি পান করলে কী হয়?

দখিনের সময় ডেস্ক: ওজন কমানো একটি চ্যালেঞ্জিং কাজ হতে পারে। কঠোর ডায়েট অনুসরণ করা, খাবারের প্রতি লোভ নিয়ন্ত্রণ করা, প্রতিদিন জিমে যাওয়া, কঠোর ওয়ার্কআউট করা...

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

Recent Comments