• ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

৬ মাস জেল খাটার ভয়ে আত্মগোপনে ১৬ বছর

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২০, ০৯:১৮ পূর্বাহ্ণ
৬ মাস জেল খাটার ভয়ে আত্মগোপনে ১৬ বছর
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেক্স:

দীর্ঘ ১৬ বছর আত্মগোপনে থাকার পর রবিবার (১৫ নভেম্বর) বিকেলে মো. নজরুল ইসলামের স্বেচ্ছায় শেরপুরের নালিতাবাড়ী থানায় আত্মসমর্পণ করেন। অথচ ২০০৪ সালে এক চুরির মামলায় তার ৬ মাসের কারাদন্ড হয়েছিলো। উল্লেখ্য, ছয় মাস সাজা বলতে আসলে সাড়ে চার মাসের মতো সাজা খাটতে হয়।

সোমবার(১৬ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। দণ্ডপ্রাপ্ত মো. নজরুল ইসলাম নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম শমশ্চুড়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। জেল খাটার ভয়ে নজরুল ইসলাম এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। অথচ ১৬ বছরের অত্মগেগাপন থাকার দুর্বিসহ জীবন কাটাবার তাকে জেলে যেতই হলো।

পুলিশ জানায়, সাজার ভয়ে নজরুল ইসলাম মা-বাবা ও স্ত্রী-সন্তান রেখে ফেনীতে আত্মগোপনে চলে যান। সেখানে তিনি দিনমজুরির কাজ করতেন। দ্বিতীয় বিয়েও করেছেন সেখানে। সেই সংসারে ১৪ বছর বয়সের এক কন্যাসন্তান আছে তার। নজরুল ইসলামের ভাষ্য, জেল খাটার ভয়ে এলাকা ছেড়ে ১৬ বছর আত্মগোপনে ছিলেন তিনি। সাজার বিষয়টা সবসময় তাকে কষ্ট দিতো। মা-বাবা, স্ত্রী-সন্তানের জন্য সব সময় মন কাঁদলেও ভয়ে তিনি এতদিন এলাকায় আসার সাহস পাননি। অবশেষে এলেন। কিন্তু এর আগে মাত্র ছয় মাসের সাজা খাটার ভয়ে জীবনের ১৬টি বছর নষ্ট করেছেন নজরুল।