• ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ৪ সশস্ত্র জঙ্গির আত্মসমর্পণ

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ২০, ২০২০, ১৪:০৪ অপরাহ্ণ
সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ৪ সশস্ত্র জঙ্গির আত্মসমর্পণ
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেক্স:

সিরাজগঞ্জের শাহজাদপুরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে চার সশস্ত্র জঙ্গি আত্মসমর্পণ করেছে। শুক্রবার(২০ নভেম্বর) বেলা ১১টার দিকে বাড়িটি থেকে জঙ্গিরা বের হয়ে র‌্যাবের কাছে আত্মসমর্পণ করে। অভিযান শুরু করার আগেই স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়।

এর আগে, জঙ্গি আস্তানা সন্দেহে সিরাজগঞ্জের শাহজাদপুরের উকিলপাড়া এলাকার বাড়িটি ঘিরে রাখে র‌্যাব-১২। র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার রাজশাহীতে  অভিযান চালিয়ে কয়েক জঙ্গিকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গত রাত ১১টায় শাহজাদপুরে অভিযান চালানো হয়। রাতে র‌্যাব সদস্যরা অভিযানে গেলে বাড়িটির ভেতর থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি বর্ষণ করা হয়। এরপরই, ওই বাড়ি ও আশেপাশের এলাকা ঘিরে রাখে র‌্যাব। এ সময়, নিরাপত্তার স্বার্থে বাড়িটির আশেপাশের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়।

শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টা থেকে জঙ্গি আস্তানা সন্দেহে ওই বাড়িতে অভিযান শুরু করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। এরপর সকাল ১০টার দিকে ওই বাড়িতে থাকা চার জন আত্মসমর্পণ করে র‌্যাবের কাছে। চার জনের আত্মসমর্পণের পর সকাল সাড়ে ১০টার দিকে বোমা শনাক্ত ও নিষ্ক্রিয়কারী বিশেষায়িত এই ইউনিটটি ওই বাড়িতে প্রবেশ করে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের প্রধান লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে চার জন জঙ্গিকে আটক করা হয়েছে। এদের মধ্যে নব্য জেএমবির রাজশাহী অঞ্চলের প্রধান মাহমুদও রয়েছে। আটকের পর তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।

ছবি: সারাবাংলার সৌজন্যে