• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

আবাসিক হোটেলের নামে দেহ ব্যবসার বিরুদ্ধে আবারো কঠোর অবস্থানে বিএমপি

দখিনের সময়
প্রকাশিত জুলাই ২২, ২০২০, ০৯:১৪ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...

খালিদ সাইফুল্লাহ ॥

আবাসিক হোটেলের নামে দেহ ব্যবসার বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন পুলিশ আবারো কঠোর অবস্থান গ্রহণ করেছে। বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম বার এর নির্দেশে গোয়েন্দা শাখা এবার শুরু করেছে ব্যতিক্রম সাড়াশি অভিযান। এরই মধ্যে এ অভিযানে জিম্মি হওয়া দুই নারী ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ।

ইতোপূর্বের পতিতা-খদ্দের আটক ও দু’চার দিন পরেই মুক্তির মত ‘টম এন্ড জেরি’ খেলা আর হচ্ছেনা বলে নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের উর্ধ্বতন এক কর্মকর্তা। মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি’র উর্ধ্বতন এক কর্মকর্তা জানান, এখন থেকে শুধু পতিতা আর খদ্দের আটক নয়। এ অনৈতিক ব্যবসার সাথে জড়িত মালিক কর্মচারীকে আইনে আওতায় আনা হবে। এমনকি তাদেরকে সহায়তা প্রদানকারীকেও ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে যোগাযোগ করা হলে ডিসি (ডিবি) মঞ্জুর রহমান বলে, আবাসিক হোটেলের নামে অসামাজিক কার্যক্রম চলবে না। এ ব্যাপারে তিনি বিএমপি কমিশনারের স্পষ্ট নির্দেশনার কথা উল্লেখ্য করেন।

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধায় ডিবির এক অভিযানে নগরীর লঞ্চঘাটে অবস্থিত হোটেল সি প্যালেস এর ম্যানেজার শহিদুল ইসলাম ওরফে সেলিমকে গ্রেফতার করা হয়। এ সময় হোটেলের চতুর্থ তলায় জিম্মি হওয়া দুই নারী ভিকটিমকে উদ্ধার করা হয়। পরে কোতয়ালী মডেল থানায় হোটেল মালিক সহ দুই কর্মচারীকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়। ডিবির এসআই হেলালুজ্জামান জানিয়েছেন, উদ্ধারকৃত দুই নারীকে চাকুরীর প্রলোভন দেখিয়ে তাদেরকে হোটেল রুমে আটকে রেখে অনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছিল।