• ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

নিউমার্কেটে এলাকায় ব্যবসায়ীদের বিক্ষোভের সময় ভাঙচুরের ঘটনায় দুই মামলা, আসামি তিন হাজারের বেশি

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ৬, ২০২১, ০২:৪৬ পূর্বাহ্ণ
নিউমার্কেটে এলাকায় ব্যবসায়ীদের বিক্ষোভের সময় ভাঙচুরের ঘটনায় দুই মামলা, আসামি তিন হাজারের বেশি
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেক্স:

গতকাল রোববার দোকান মালিক ও কর্মচারীদের বিক্ষোভের সময় রাজধানীর নিউমার্কেটে গাড়ি ভাঙচুরের ঘটনায় দুটি মামলা হয়েছে। তিন হাজারের বেশি অজ্ঞাতনামা ব্যক্তিকে মামলায় আসামি করা হয়েছে।  পুলিশের নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার আবুল হাসান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিউমার্কেট ও এর আশপাশের এলাকার দোকানপাট লকডাউনের সময় খোলা রাখার দাবিতে রোববার মানববন্ধনের আয়োজন করে নিউমার্কেট দোকান মালিক সমিতি। মানববন্ধনটি পরে বিক্ষোভ সমাবেশে রূপ নেয়। প্রায় দুই ঘণ্টা বিক্ষুব্ধ লোকজন নিউমার্কেটের সামনের রাস্তা অবরোধ করে রাখে।

সহকারী কমিশনার আবুল হাসান বলেন, বিক্ষোভ সমাবেশ থেকে নিউমার্কেট ৪ নম্বর গেটে ও সায়েন্স ল্যাবরেটরি মোড়ে কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এতে পুলিশ বাদী হয়ে একটি এবং একজন আইনজীবী বাদী হয়ে আরেকটি মামলা করেন।