• ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ডিবি’র অভিযানে তিন মাদক কারবারী গ্রেফতার

দখিনের সময়
প্রকাশিত জুলাই ২৬, ২০২০, ০৭:২৯ পূর্বাহ্ণ
ডিবি’র অভিযানে তিন মাদক কারবারী গ্রেফতার
সংবাদটি শেয়ার করুন...

খালিদ সাইফুল্লাহ ‍॥

বরিশাল মহানগর পুলিশের গোয়েন্দা শাখা অভিযান চালিয়ে তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে। এ সময় ১নং আসামী কয়েশ সরদারের কাছ থেকে ৩২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিএমপি গোয়েন্দা শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিসি (ডিবি’র নির্দেশে ২৬ জুলাই রাত সোয়া ১২টায় বরিশাল মহানগর গোয়েন্দা শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিমের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি শক্তিশালী টিম এয়ারপোর্ট থানাধীন ২৯নং ওয়ার্ডের কাশিপুর ইছাকাঠী ব্যারাক অফিসের পিছনে অভিযান চালায়। এ সময় জনৈক মোঃ মানিক মিয়ার টিনশেড ঘরের ভাড়াটিয়া কয়েশ সরদার ওরফে সাব্বির, মোঃ কামাল সরদার ও রনি পাইকদেরকে আটক করে।

এ ব্যাপারে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।