Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি বরিশাল নগরীর বাস কাউন্টারে চাঁদাবাজীর মামলা করায় ম্যানেজারকে জীবন নাশের হুমকি

বরিশাল নগরীর বাস কাউন্টারে চাঁদাবাজীর মামলা করায় ম্যানেজারকে জীবন নাশের হুমকি

শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক ॥

বাস কাউন্টারে চাঁদাবাজীর মামলা করায় ম্যানেজারকে জীবন নাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। রবিবার (২৬ই) জুলাই সকালে শহীদ আবদুর রব সেরনিয়াবাদ বরিশাল প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন গোল্ডেন লাইন যাত্রীবাহী পরিবহনের কাউন্টার ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম।

লিখিত বক্তব্যে কাউন্টার ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম বলেন, নথুল্লাবাদ বাস কাউন্টারে ম্যানেজার হিসাবে তিনি গত ৬ মাস ধরে দায়িত্ব পালন করছেন। এখানে দায়িত্ব পালনকালে কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন লিটন মোল্লা টার্মিনালে কাউন্টার রাখতে হলে তাকে প্রতিমাসে ২৫ হাজার টাকা করে ‘সম্মানী চাঁদা’ দিতে হবে বলে বিভিন্ন সময়ে চাপ দেয়। পড়ে বিষয়টি বিভিন্ন বাস কাউন্টারের সদস্যদের সাথে যোগাযোগ করে তাকে প্রতিমাসে দাবীকৃত টাকা দিয়ে যাচ্ছি। গত ৩ মাস প্রাণঘাতী করোনাকালে সরকারীভাবে সকল পরিবহন বন্ধ হয়ে যাবার কারণে লিটন মোল্লাকে তার চাঁদাবাজীর টাকা পরিশোধ না করায় সে ক্ষিপ্ত হয়ে উঠে। বেশ কয়েকদিন ধরে পিছনের টাকার জন্য বাসায় ডেকে নিয়ে গালিগালাজ করা ও ভয়ভীতি প্রদর্শন করে।

সংবাদ সম্মেলনে মোঃ শহিদুল ইসলাম বলেন, গত ২২ই জুলাই বুধবার রাত আনুমানিক ১২টার দিকে কাউন্টার বন্ধ করে বাসায় ফেরার পথে টার্মিনালে পিছনের রাস্তা দিয়ে বের হওয়ার সময় এজাহারভূক্ত আসামীরা মক্কা-মদিনা হোটেলের সামনে ঘিরে ধরে এবং অতর্কিত হামলা চালায়। এবং সাথে থাকা ২লক্ষ ৪৩ হাজার ৯শত টাকা ছিনিয়ে নিয়ে যায়। টার্মিনাল এলাকায় কর্মরত পুলিশ সদস্য আমাকে উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সংবাদ সম্মেলনে কাউন্টার ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম আরো বলেন, লিটন মোল্লার চাঁদাবাজী বন্ধ ও স্টাফদের নিরাপত্তার কথা জানিয়ে গোল্ডেন লাইন স্বত্বাধীকারী মোঃ ওয়াহিদ মিয়া কেন্দ্রীয় বাস মালিক সমিতির নেতৃবৃন্দের নিকট ১লা মার্চ-২০২০ইং তারিখে লিখিত একটি অভিযোগ দেন। কিন্তু এতে কোন প্রতিকার হয়নি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

Recent Comments