• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

তারল্য সংকট কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে শেয়ারবাজার

দখিনের সময়
প্রকাশিত মার্চ ৬, ২০২৩, ২০:৩২ অপরাহ্ণ
তারল্য সংকট কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে শেয়ারবাজার
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
মন্দা ও তারল্য সংকট কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে শেয়ারবাজার। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রচেষ্টায়ই বাজারে তারল্য বৃদ্ধি পাচ্ছে। আর তারল্য বৃদ্ধির কারণে বাজার ক্রমাগত উর্ধ্বমূখী হচ্ছে। সূত্র: শেয়ারনিউজ২৪।
শেয়ারবাজারের এমন স্বাভাকি অবস্থা চলমান থাকলে ফ্লোর প্রাইস বিনিয়োগকারীদের কাছে কোন প্রকার সমস্যাই হিসেবে সামনে আসবেনা বলে মনে করছেন শেয়ারবাজার সংশ্লিষ্টরা। তবে আজ সোমমবার(৬ মার্চ) বাজারে কিছুটা শেয়ার বিক্রির চাপ থাকার কারণে গত দিনের মতো উর্ধ্বমূখী সেই ক্রেজ ছিল না। এই বিষয়ে বিনিয়োগকারীরা বলছেন, দীর্ঘদিন ফ্লোরে আটকে থাকার কারণে অনেকেই নিজের শেয়ার বিক্রি করে অন্যকোন শেয়ারে এন্ট্রি নিতে পারেনি।
গতকাল ও আজ বেশ কিছু কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইসের উপরে উঠার কারণে আজ কিছু বিনিয়োগকারী নিজের শেয়ার বিক্রি করে অন্য শেয়ারে বিনিয়োগ করার চেষ্টা করছেন। অনেকে আবার অপেক্ষায় রয়েছে নতুন করে কোন শেয়ারে বিনিয়োগের জন্য। যার কারণে আজ বাজারে কিছুটা ক্রেজ কম ছিল গত দিনের তুলোনায়।