• ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

অন্যরকম ফরিদ উদ্দিন : এবার চকলেট নিয়ে শিশুদের পাশে

দখিনের সময়
প্রকাশিত জুলাই ২৭, ২০২০, ০৬:৪১ পূর্বাহ্ণ
অন্যরকম ফরিদ উদ্দিন : এবার চকলেট নিয়ে শিশুদের পাশে

সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন। এবার অন্যরকম ভালবাসার পরিস্ফুটনে মন জয় করলেন শিশুদের। চকলেট উপহার দিয়ে মুগ্ধ করলেন তাদের।

সংবাদটি শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার ‍॥

পুলিশ আসছে! পুলিশ। ভয়ে চুপটি করে বসে আছে শিশুটি। শুনছে না মায়ের কথা! পুলিশ আসছে বললেই নিশ্চুপ! একটা সময় ছিল পুলিশ মানেই আতঙ্ক। কিন্ত এখন আর নেই সে দিন।

এখন পুলিশ মানে বন্ধু, পুলিশ মানে বিপদের সাথি। অসহায়ের পাশে পুলিশ, শিশুদের পাশেও পুলিশ। এমনই এক মানবিক পুলিশের নাম ফরিদ উদ্দিন। সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন।

এবার অন্যরকম ভালবাসার পরিস্ফুটনে মন জয় করলেন শিশুদের। চকলেট উপহার দিয়ে মুগ্ধ করলেন তাদের।

সিলেটে যোগদানের পরই নানা ভাবে মানুষের মন জয় করেছেন তিনি। কখনও বৃদ্ধের বাড়িতে খাবার নিয়ে, কখনো করোনা আক্রান্তের বাড়িতেও খাবার দিয়ে, কখনো বা নির্যাতনের শিকার নারীর বাড়িতে সহায়তা নিয়ে ছুটে চলেছেন তিনি।

পুলিশ আর আতঙ্কের নাম নয়। দেশে এরকম হাজারো ফরিদ উদ্দিনের মানবিকতায় পাল্টে যাচ্ছে দৃশ্যপট। মানুষের ভালবাসা নিয়ে মানবিকতায় শাণিত হচ্ছে পুলিশে অগ্রযাত্রা।

রোববার (২৬ জুলাই) সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও তোয়াকুল ও ডৌবাড়ী ইউনিয়নের বিভিন্ন গ্রামে বান-বাসি মানুষের মধ্যে খাদ্য সহায়তা প্রদানকালে নৌকা যোগে শিশুদের চকলেট দিতে ছুটে যান তিনি। এ ভালবাসায় মুগ্ধ শিশুরাও।