• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হবিগঞ্জে অটোরিক্সা স্ট্যান্ড দখল নিয়ে দুই গ্রুফের গোলাগুলিতে আহত অর্ধশতাধিক

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২৪, ০৭:৪৫ পূর্বাহ্ণ
হবিগঞ্জে অটোরিক্সা স্ট্যান্ড দখল নিয়ে দুই গ্রুফের গোলাগুলিতে আহত অর্ধশতাধিক
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
হবিগঞ্জের বানিয়াচংয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা স্ট্যান্ড দখল নিয়ে দু’পক্ষের গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলি ও টেঁটাবিদ্ধসহ আহত হয়েছে অন্তত অর্ধশতাধিক। গুরুতর আহত অবস্থায় রুবেল মিয়া (৩০), মোতালিব মিয়া (৩২) ও নাসির মিয়াকে (৩০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও আরো বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানাগেছে।
রবিবার (১ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়। জানা যায়, উপজেলার নোয়াপাথারিযা গ্রামের বাসিন্দা বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি কারাবন্দি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আহাদ মিয়ার লোকজনের সঙ্গে একই গ্রামের হাসন আলীর ছেলে সুরুজ আলীর টমটম স্ট্যান্ড নিয়ে ও গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল।
এর জের ধরে রবিববার সন্ধ্যায় উভয়ের পক্ষের লোকজন নোয়া পাথারিযা গ্রামে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আহাদ মিয়ার ভাই আওয়ামী লীগ নেতা আশিক মিয়া ও তার ছেলে যুবলীগ নেতা ডিপজল আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় উভয়পক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়। এলাকায় ফের সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মেতায়েন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।