• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

জামিননামা পাঠানো হবে অনলাইনে, এক ক্লিকে আদেশ চলে যাবে কারাগারে

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৫, ১৭:০৯ অপরাহ্ণ
জামিননামা পাঠানো হবে অনলাইনে, এক ক্লিকে আদেশ চলে যাবে কারাগারে
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
জামিন হওয়ার পর এক ক্লিকেই সেই আদেশ চলে যাবে সংশ্লিষ্ট কারাগারে। হয়রানির নিরসনে বুধবার ১৫ (অক্টোবর) থেকে চালু হবে এ ব্যাবস্থা। আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান।
আইন উপদেষ্টা বলেন, আদালত থেকে জামিন পাওয়ার পর আসামিকে ১২টি ধাপ অতিক্রিম করতে হয়। এর কোনো কোনো ধাপে টাকাও খরচ করতে হয়। তাই, সাধারণত মানুষের হয়রানি কমাতে জামিননামা অনলাইনে পাঠানো হবে। তিনি বলেন, আমরা আইন মন্ত্রণালয় থেকে অনেকগুলো সংস্কার করেছি। একদম নিজেরা করেছি, কারও কোনো সহযোগিতা ছাড়া।
ড. আসিফ নজরুল আরও বলেন, বিচার বিভাগের পৃথক সচিবালয় অন্তর্বর্তী সরকারের সময়ই হবে। বিচার বিভাগ পৃথক সচিবালয় আইন, গুমের আইন, দুদক আইন, হিউম্যান রাইটস আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে।