• ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে আগুনের ঘটনায়  ৪ জন গ্রেপ্তার

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ণ
ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে আগুনের ঘটনায়  ৪ জন গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহে বাসার গেটে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও কোতোয়ালী থানা পুলিশ। শুক্রবার (২১ নভেম্বর) ভোর রাত থেকে দিনের বিভিন্ন সময়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন, মো. মাসুদ রানা (৪৫), আরিফ (৩০), বিপুল (২১) ও মো. রাজন (১৯)।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্য অজ্ঞাত ব্যক্তিদের সনাক্তে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। পাশাপাশি অভিযানও চলমান রয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোর রাতে নগরীর ঢোলাদিয়া এলাকায় ডাকসু নেত্রী রাফিয়ার বাসভবনের ফটকে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ আলামত সংগ্রহ করে। এই ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বলছে, এটি পূর্বপরিকল্পিত নাশকতার ঘটনা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।