• ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

প্রণব মুখার্জির অবস্থা সংকটাপন্ন, রাখা হয়েছে ভেন্টিলেশনে

দখিনের সময়
প্রকাশিত আগস্ট ১১, ২০২০, ০২:৪৬ পূর্বাহ্ণ
প্রণব মুখার্জির অবস্থা সংকটাপন্ন, রাখা হয়েছে ভেন্টিলেশনে
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেক্স:
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রণব মুখার্জির  অবস্থা সংকটাপন্ন। তিনি করোনা আক্রান্ত। তাঁর করোনা পজিটিভ হওয়ায় বিষয়টি তিনি নিজেই সোমবার(১০ আগস্ট) টুইটারে জানিয়েছেন। এদিকে, করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির পর তাঁর মস্তিস্কের অস্ত্রোপচার করা হয়েছে। তিনি ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন।
তাঁকে দিল্লির একটি সামরিক হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। এর আগে সোমবার(১০ আগস্ট) দিল্লির আর্মি’স রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে তাঁর মস্তিষ্কে সফল অস্ত্রোপচার করা হয়। পরে তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। তাঁকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়েছে।
এর আগে ৮৪ বছর বয়সী ভারতের এই সাবেক রাষ্ট্রপতি টুইট করে লেখেন, ‘অন্য আরেক কারণে হাসপাতালে গেলে আমার কভিড-১৯ পরীক্ষা হয়। সোমবার রিপোর্ট পজিটিভ এসেছে। এ অবস্থায় অনুরোধ করছি, গত এক সপ্তাহে আমার সংস্পর্শে যারা এসেছিলেন, তারা যেন আইসোলেশনে যান এবং কভিড-১৯ পরীক্ষা করান।’  উল্লেখ্য, প্রণব মুখার্জি ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন।