আমদানীর ঘোষণায় একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৩০ থেকে ৫০ টাকা। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ ক্রেতারা। শনিবার (৬ ডিসেম্বর) বগুড়ার বাজারে যে পেঁয়াজ ১৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, রোববার (৭ ডিসেম্বর) তা নেমে এসেছে ১০০ থেকে ১২০ টাকায়। বগুড়ার বাজার ঘুরে দেখা গেছে, নতুন দেশি পেঁয়াজ পাইকারিতে বিক্রি হচ্ছে ৬৫ টাকা কেজি দরে, যা খুচরা বাজারে ৮০ থেকে ৮৫ টাকা। অন্যদিকে, পুরোনো পেঁয়াজ পাইকারিতে ১০০ থেকে ১০৫ টাকা এবং খুচরা ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
দীর্ঘদিন ধরে ভারতীয় পেঁয়াজ রপ্তানি বন্ধ ও সরবরাহ ঘাটতির কারণে বগুড়ার বাজারে পেঁয়াজের দাম ছিল লাগামছাড়া। প্রতিদিন প্রায় পাঁচ টন পেঁয়াজের চাহিদা থাকলেও দামের অস্বাভাবিকতা কিছুতেই কাটছিল না। নতুন পেঁয়াজ ওঠা শুরু হলেও দর কমছিল না। সেই অস্থিরতা যেন এক লহমায় কমে গেলো এলসি খোলার খবরে। রাজাবাজারের একজন আড়তদার বলেন, সরবরাহ ক্রমেই বাড়ছে। সামনে দাম আরও কমবে। এলসি এলে পেঁয়াজ ৫০ টাকা কেজিতেও বিক্রি হতে পারে। হঠাৎ করেই এলসি খোলায় বগুড়ার বাজারে দাম অনেকটা কমে এসেছে। অনেকে লোকসানে পেঁয়াজ বিক্রি করছেন। আগামীকাল হয়তো দাম আরও কমতে পারে, সেই ভয়ে আজ বাজারে দাম কমেছে।