Home আন্তর্জাতিক গভীর কোমায় ভারতের সাবেক রাষ্ট্রপতি

গভীর কোমায় ভারতের সাবেক রাষ্ট্রপতি

দখিনের সময় ডেক্স:
গভীর কোমায় চলে গিয়েছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। দিল্লির সেনা হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, ‘সাবেক রাষ্ট্রপতির শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তিনি গভীর কোমায় আচ্ছন্ন। তবে শারীরিক অবস্থার অন্যান্য মাপকাঠি স্থিতিশীল অবস্থায় আছে। তাকে ভেন্টিলেশনেই রাখা হয়েছে।’
হাসপাতাল কর্তৃপক্ষ ‘প্রণবের অবস্থা সঙ্কটজনক’ জানানোর পর থেকে সাবেক এ রাষ্ট্রপতিকে নিয়ে মৃত্যুর গুজব ছড়াতে শুরু করে। এ নিয়ে তার পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় টুইটারে জানায়, “আমার বাবা এখনও জীবিত। তাঁর শরীরে রক্ত সঞ্চালন, রক্তচাপ স্থিতিশীল।” প্রণব-কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ও তার বাবার বিষয়ে দুঃসংবাদকে গুজব বলে উড়িয়ে দিয়ে কাউকে ফোন না করতে অনুরোধ করেছেন।
উল্লেখ্য, শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব। পরদিন সকাল থেকে তার স্নায়ুঘটিত সমস্যাও দেখা দেয়; বাম হাত নাড়াচাড়া করতে পারছিলেন না তিনি। পরে চিকিৎসকের পরামর্শে দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ এন্ড রেফারেলে ভর্তি হন তিনি। এমআরআই স্ক্যানে মাথার ভিতরে জমাট বাঁধা রক্তের অস্তিত্ব ধরা পড়ে, যা আঘাতের ফলেই হয়েছে বলে মত চিকিৎসকদের। জরুরিভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তারা।

অস্ত্রোপচারের প্রস্তুতি পর্বে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়েই তার কোভিড-১৯ ধরা পড়ে। তারপরও ১০ আগমস্ট রাতেই অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর থেকেই ভেন্টিলেশনে আছেন ডায়াবেটিকসের রোগী প্রণব মুখোপাধ্যায়। তার পরিস্থিতির ওপর নজর রাখতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করে রিসার্চ এন্ড রেফারেলে হাসপাতাল কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পোশাক শ্রমিকদের বিক্ষোভ: সেনা ও পুলিশের গাড়িতে আগুন, গুলিবিদ্ধ ২

দখিনের সময় ডেস্ক: রাজধানীর কচুক্ষেত এলাকায় যৌথবাহিনীর সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। তারা হলেন ঝুমা আক্তার (১৫) ও আলামিন (১৭)।...

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা আগুন

দখিনের সময় ডেস্ক: জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। রে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে জাপা কার্যালয়ের নিচ তলার কয়েকটি রুম...

জাতীয় পার্টির কার্যালয় সিলগালা করতে বিজয়নগরে দিকে শিক্ষার্থীরা

দখিনের সময় ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর ডাকে জাতীয় পার্টির কার্যালয় সিলগালা করতে বিজয়নগরের উদ্দেশ্যে রওনা করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে...

সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: টানা দ্বিতীয়বারের মতো সাফ শিরোপা জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশ নারী ফুটবল দল। সাবিনা-ঋতুপর্ণাদের দলকে আগামী ২ নভেম্বর সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা...

Recent Comments