• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সালিসে কিশোরীকে বিয়ে করা সেই চেয়ারম্যানের বরখাস্তের আদেশ স্থগিত

দখিনের সময়
প্রকাশিত জুলাই ৭, ২০২১, ২১:০৮ অপরাহ্ণ
সালিসে কিশোরীকে বিয়ে করা সেই চেয়ারম্যানের বরখাস্তের আদেশ স্থগিত
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক:

সালিস করতে গিয়ে কিশোরীকে বিয়ে করার ঘটনায় পটুয়াখালীর বাউফলের কনকদিয়ার ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদারকে সাময়িক বরখাস্তের আদেশ এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। আজ বুধবার(৭ জুলাই) এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বিশেষ ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে চেয়ারম্যানের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। এর আগে এ ঘটনায় গত ২৮ জুন আলোচিত চেয়ারম্যান শাহিন হাওলাদারকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

এর আগে, গত ২৫ জুন ওই কিশোরীকে বিয়ে করেন কনকদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহিন হাওলাদার। আর পরদিন ২৬ জুন চেয়ারম্যান শাহিন ও ওই কিশোরীর তালাক সম্পন্ন হয়। প্রেমিকের সঙ্গে বিয়ের কথা বলে ওই কিশোরীকে চেয়ারম্যান নিজেই বিয়ে করায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় ইউনিয়নজুড়ে। এ ছাড়া ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়। যে কারণে তালাকের সিদ্ধান্ত হয়। এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান শাহিন হাওলাদার জানান, ওই কিশোরী তাকে স্বামী হিসেবে মেনে না নেওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

কনকদিয়া ইউনিয়নের নারায়নপাশা গ্রামের রমজান নামের এক যুবকের সঙ্গে চুনারপুল এলাকার বাসিন্দা নবম শ্রেণির ওই শিক্ষার্থীর প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু তা মেনে নিতে পারেননি কিশোরীর বাবা। তিনি বিয়ষটি নিয়ে স্থানীয় চেয়ারম্যান শাহিন হাওলাদারের কাছে নালিশ করেন। পরে শাহিন হাওলাদার চুনারপুল বাজারে গত ২৫ জুন শুক্রবার সালিসের আয়োজন করেন। সেখানে রমজান ও কিশোরীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। কিন্তু সালিসে কিশোরীকে দেখে চেয়ারম্যান শাহিন নিজেই বিয়ের প্রস্তাব দেন। কিশোরীর বাবা সম্মতি দেওয়ায় তাৎক্ষণিক বিয়ের অনুষ্ঠান হয়।