• ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশী হেফাজতে জনি হত্যা: এসআই জাহিদসহ ৩ পুলিশের যাবজ্জীবন কারাদণ্ড

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২০, ১৪:৫৭ অপরাহ্ণ
পুলিশী হেফাজতে জনি হত্যা: এসআই জাহিদসহ ৩ পুলিশের যাবজ্জীবন কারাদণ্ড
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
রাজধানীর পল্লবী থানায় পুলিশি হেফাজতে নির্যাতনে যুবক জনি হত্যা মামলায় পল্লবী থানার তৎকালিন এস আই জাহিদ, এএসআই রাশেদুল ইসলাম, কামরুজ্জামান মিন্টুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
একই সাথে পুলিশের সোর্স রাশেদ ও সুমনকে সাতবছরের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। এসআই জাহিদ ও সোর্স সুমনের উপস্থিতিতে এই আদেশ দেয়া হয়। পুলিশ হেফাজতে নির্যাতন ও প্রতিকার আইনে এটিই দেশের প্রথম কোনো হত্যা মামলার রায়।

এএসআই রাশেদুল ইসলাম পলাতক থাকলেও বাকিরা জামিনে রয়েছে। এ মামলায় ২৪ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। টানা ১০ কার্যদিবস যুক্তিতর্ক শেষে রায়ের এই দিন ঠিক করা হয়।

২০১৪ সালের ৮ই ফেব্রুয়ারি মিরপুর ১১ থেকে আটকের পর নির্যাতনে জনির মৃত্যুর অভিযোগ ওঠে। ন্যায় বিচারের দাবিতে আদালতের সামনে অবস্থান করেন জনির স্বজন ও এলাকাবাসী।