• ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ফুল বিক্রেতা জিনিয়াকে অপহরণের ঘটনায় রিমান্ড শেষে কারাগারে লোপা তালুকদার

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২০, ২৩:১০ অপরাহ্ণ
ফুল বিক্রেতা জিনিয়াকে অপহরণের ঘটনায় রিমান্ড শেষে কারাগারে লোপা তালুকদার
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেক্স:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে ফুল বিক্রেতা জিনিয়াকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার নূর নাজমা আক্তার লোপা তালুকদারকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (১১ই সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালত লোপাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
জিনিয়ার মা সেনুরা বেগম গত ২রা সেপ্টেম্বর জিনিয়ার নিখোঁজের বিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। মহানগর গোয়েন্দার (ডিবি) রমনা বিভাগ অভিযান চালিয়ে গত ৭ই সেপ্টেম্বর ফতুল্লা থানার আমতলা এলাকা থেকে জিনিয়াকে উদ্ধার করে।  এরপর ডিবি এই ঘটনায় লোপা তালুকদারকে গ্রেপ্তার করে। তারপর থেকে মামলাটি তদন্ত শুরু করে গোয়েন্দা রমনা বিভাগের জোনাল টিম। গত ৮ই সেপ্টেম্বর আদালত লোপার দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। আদালত ওই দিন জিনিয়াকে তার মা সেনুরা বেগমের জিম্মায় রাখার আদেশ দেন।
লোপাকে কারাগারে আটক রাখার জন্য মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের এস আই মো. শাহজাহান মিয়া আবেদন করেন। আসামিপক্ষে আতাহার হোসেন ফরাজী জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা শরিফুল ইসলাম।