Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি মাদক, চাঁদাবাজির বিরুদ্ধে অভিযানের জেরেই ইউএনও'র ওপর হামলা, ধারণা স্থানীয়দের

মাদক, চাঁদাবাজির বিরুদ্ধে অভিযানের জেরেই ইউএনও’র ওপর হামলা, ধারণা স্থানীয়দের

দখিনের সময় ডেক্স:
ঘোড়াঘাটে মাদক-বালুমহাল-চাঁদার নিয়ন্ত্রণে জাহাঙ্গীর-আসাদুল বাহিনী। সম্প্রতি এসবের বিরুদ্ধে অভিযান শুরু করেন ইউএনও ওয়াহিদা। অভিযানে ক্ষুব্ধ হয়ে ইউএনও’র ওপর হামলা করতে পারে ধারণা স্থানীয়দের।স্থানীয়রা জানান, এখানে কে আওয়ামী লীগ কে বিএনপি করে- সেটা বিষয় না।এখানে তারা একটি মাদক বাহিনী গড়ে তুলেছে। তারা মোটর সাইকেল,গাড়িতে করে এসব মাদক বিভিন্ন জায়গায় নিয়ে যায়।
জাহাঙ্গীর, আসাদুল, নান্নু ও মাসুদ রানা মিলে গড়ে তোলা বাহিনী বালুমহালও দখলে নিয়েছিল। কয়েক মাসে এসবের বিরুদ্ধে বেশ কয়েকটি মোবাইল কোর্ট পরিচালনা করেন ইউএনও ওয়াহিদা। গত ১৩ই মে ত্রাণ বিতরণের সময় ঘোড়াঘাট বাজারে পৌর মেয়রের ওপর অস্ত্রসহ হামলা চালায় জাহাঙ্গীর বাহিনী। স্থানীয় অনেকেই জানান, প্রভাবশালী অনেকের ছত্রছায়ায় বেপরোয়া হয়ে ওঠে জাহাঙ্গীর বাহিনী।
ঘোড়াঘাটে মাদক, বালুমহাল ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ ছিলো জাহাঙ্গীর ও আসাদুল বাহিনীর হাতে। সম্প্রতি এসবের বিরুদ্ধে অভিযান শুরু করেন ইউএনও ওয়াহিদা খানম। অনেকের ধারণা- এসব কারণেই ইউএনও’র ওপর ক্ষুব্ধ হয়েও হামলা হতে পারে। তবে কার ছত্রছায়ায় জাহাঙ্গীর বাহিনী বেপরোয়া- সে বিষয়ে তদন্তের দাবি নাগরিক সমাজের। যদিও এর দায় নিতে নারাজ স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতারা।
দিনাজপুরের হিলি সীমান্তে মাদকসহ ধরা পরার পর স্থানীয় জনতা পেটানো শুরু করে  যুবলীগ নেতা জাহাঙ্গীরকে।  ক্ষমতাসীন দলের নেতা হবার কারণে পুলিশ মোচলেকা নিয়ে ছেড়ে দেন।
হিলি সীমান্ত থেকে ঘোড়াঘাটের দূরত্ব ২০ কিলোমিটার। এই উপজেলাকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে এই পথ দিয়ে মাদক পাচার হয় জয়পুরহাট, গোবিন্দগঞ্জ এমনকি রংপুর, দিনাজপুর পর্যন্ত। অনুসন্ধানে বেরিয়ে আসে, মাদক সেবনের পাশাপাশি বিক্রির সাথেও জড়িত ছিল জাহাঙ্গীর বাহিনী।
প্রতিদিন ঘোড়াঘাট বাজারে ব্যাটারিচালিত অটোরিকশা, থ্রি-হুইলার যাতায়াত করে অন্তত ৬শ। প্রত্যেকটি থেকে চাঁদা আদায় করা হয় ১০ থেকে ২০ টাকা। এটি নিয়ন্ত্রণ করে জাহাঙ্গীর আর তার সহযোগী ইউএনও ওয়াহিদার ওপর হামলায় গ্রেপ্তার যুবলীগ নেতা আসাদুল।
জাহাঙ্গীর এর নিয়ন্ত্রণে একটি সিন্ডিকেট আছে। তাদের এসব সন্ত্রাসী,চাঁদাবাজি যা কিছুই করে তার নেপথ্যে কেউ একজন আছে। দীর্ঘদিন প্রকাশ্যে এসব অপকর্ম চালিয়ে আসলেও এখন ভোল পাল্টেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের...

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

Recent Comments