• ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নিত্যনতুন কৌশলে ভারত থেকে আসছে মাদক

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২০, ১১:১১ পূর্বাহ্ণ
নিত্যনতুন কৌশলে ভারত থেকে আসছে মাদক
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেক্স:
যশোর সীমান্ত দিয়ে নিত্যনতুন কৌশলে ভারত থেকে মাদক আনছে পাচারকারীরা। প্রশাসনের নজরদারি ফাঁকি দিতে মাদক পাচারে ব্যবহার করা হচ্ছে নানান অভিনব পদ্ধতি। গত ছয় মাসে সীমান্ত এলাকা থেকে প্রায় ৮১ লাখ টাকার বেশি মাদকদ্রব্য উদ্ধার ও ১৪০ জন পাচারকারীকে আটক করেছে বিজিবি।
যশোরে বাংলাদেশ-ভারতের প্রায় ৭০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এই সীমান্তপথে মাদক পাচার দীর্ঘ দিনের একটি সমস্য। মাদক পাচার রোধে বর্ডারগার্ড বাংলাদেশ-বিজিবির রয়েছে কঠোর নজরদারি। গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বিজিবি সীমান্ত এলাকা থেকে প্রায় ৮১ লাখ বেশি টাকার মাদক উদ্ধার ও ১৪০ জন পাচারকারীকে আটক করেছে।
৪৯ বর্ডার গার্ড ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সেলিম রেজা জানান, চোরাকারবারীরা মাদক পাচারের ক্ষেত্রে নিত্যনতুন কৌশলের আশ্রয় নিচ্ছে। তবে তৎপর বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এদিকে সংশ্লিষ্টরা বলছেন, প্রশাসন কঠোর হলে যশোর সীমান্তে দীর্ঘ দিনের এই সমস্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব।