• ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে রোগী ধরার দালাল চক্রের ৮ সদস্য আটক

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২০, ১৫:৫৩ অপরাহ্ণ
বরিশালে রোগী ধরার দালাল চক্রের ৮ সদস্য আটক
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক ॥
বরিশালে রোগী ধরার দালাল চক্রের আট সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। তাদের প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদ- দিয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নগরীর সদর রোডের বাটার গলিতে অভিযান চালিয়ে ঐ ৮ জনকে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিরুপম মজুমদার এই ৮ জনের প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বরিশালে বেশির ভাগ চিকিৎসক প্রাইভেট প্রাকটিস করেন নগরীর সদর রোড এলাকায়। এ কারণে এই এলাকায় রয়েছে বেশির ভাগ ডায়গনিষ্টিক সেন্টার ও ক্লিনিক। একটি চক্র অপরিচিত চিকিৎসকদের কাছে রোগীদের বাস ও লঞ্চ টার্মিনাল থেকে ভুল বুঝিয়ে নিয়ে যায়। বিভিন্ন ডায়গনিষ্টিক সেন্টারে তাদের অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা বাবদ টাকা নেয়া হয়। এভাবে দিন দিন প্রতারিত হয়ে আসছিল গ্রাম থেকে শহরে চিকিৎসার জন্য আসা সহজ সরল মানুষ। এদের প্রতারণার হাত থেকে রক্ষা করতে চালানো হয় এই অভিযান।