• ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ডাক বিভাগের ডিজি সুধাংশু শেখরকে সরিয়ে দেয়ার সুপারিশ সংসদীয় কমিটির, শতশত কোটি টাকা লোপাটের অভিযোগ

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২০, ০৮:৩৯ পূর্বাহ্ণ
ডাক বিভাগের ডিজি সুধাংশু শেখরকে সরিয়ে দেয়ার সুপারিশ সংসদীয় কমিটির, শতশত কোটি টাকা লোপাটের অভিযোগ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেক্স:
গ্রামের জনসাধারণকে ডিজিটাল সেবা দেয়ার নামে শতশত কোটি লোপাটের অভিযোগ ওঠায় এবং করোনা পজিটিভ হয়েও গণভবনে যাওয়া ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ বিষয়ে যোগাযোগ করা হলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, কমিটির সুপারিশের চিঠি আনুষ্ঠানিকভাবে পেলে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৭ম বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সুপারিশ করা হয়। এ সময় ডাক বিভাগের মহাপরিচালক সুধাশু শেখর ভদ্র’র দুর্নীতির বিষয়টি নিয়ে কমিটির সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, তদন্তের ক্ষেত্রে তার স্ব-পদে বহাল থাকার বিষয়টি প্রশ্নবিদ্ধ। করোনা পজেটিভ থাকা অবস্থায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়টিও সন্দেহজনক বলে মত প্রকাশ করা হয় সভায়। তাই দ্রুত তাকে দায়িত্ব থেকে অপসারণের জন্য জোর সুপারিশ করা হয়।