• ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

স্কুলছাত্রী নীলা রায় হত্যার প্রধান আসামি মিজান গ্রেফতার

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২০, ০৬:৩৫ পূর্বাহ্ণ
স্কুলছাত্রী  নীলা রায় হত্যার প্রধান আসামি মিজান গ্রেফতার
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেক্স:
সাভারে স্কুলছাত্রী নীলা রায় হত্যা মামলার প্রধান আসামি মিজান রহমানকে গ্রেফতার করেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে পৌরসভার উলাইন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাতে মানিকগঞ্জের চারীগ্রাম এলাকা থেকে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে মিজানুরের বাবা আব্দুর রহমান ও মা নাজমুন্নাহার সিদ্দিকাকে গ্রেফতার করে।

নীলা রায় স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী ছিলেন। তার স্বজনদের অভিযোগ, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মিজানুর নীলাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নীলার বাবা ২১ সেপ্টেম্বর রাতে সাভার থানায় মিজানুর, তার বাবা আব্দুর রহমান ও তার মা নাজমুন্নাহার সিদ্দিকাসহ অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।