• ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

কিশোর মারুফের আত্মহত্যার ঘটনায় সেই এসআই হেলাল খান চাকরিচ্যুত

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ৭, ২০২০, ০৭:১১ পূর্বাহ্ণ
কিশোর মারুফের আত্মহত্যার ঘটনায় সেই এসআই হেলাল খান চাকরিচ্যুত
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেক্স:
কিশোর মারুফের আত্মহত্যার ঘটনায় পুলিশের এসআই হেলাল খানকে চাকরিচ্যুত করা হয়েছে। এর আগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিলো। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। আর সেখানে অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে চাকরিচ্যুত করা হয়েছে।
গত ১৬ জুলাই রাতে, আগ্রাবাদ বাদামতলী বড় মসজিদ গলিতে দুই সোর্স নিয়ে যান এসআই হেলাল খান। সেখানে দশম শ্রেণি পড়ুয়া কিশোর সালমান ইসলাম মারুফের সঙ্গে সোর্সসহ পুলিশ কর্মকর্তার কথা-কাটাকাটি হয়। এরপর হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা।
মারুফের পরিবারের দাবি, টাকার জন্য এসেছিলেন এসআই হেলাল। এক লাখ টাকা দাবি করেন। না হলে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন। পরে, ভয়ে তারা ৩০ হাজার টাকা দিতে রাজি হন। এর মধ্যে সালমানের মা-বোনের সঙ্গেও পুলিশ ও সোর্স ধস্তাধস্তি শুরু করেন। তাতে সালমানের বোন অচেতন হয়ে পড়েন। এসময় তারা সালমানের বোন ও মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এতে সালমানের ধারণা হয়, পুলিশ তার মা ও বোনকে থানায় নিয়ে গেছে। এতে ক্ষোভে সালমান বাসায় আত্মহত্যা করে।