
দখিনের সময় ডেক্স:
এবার দুজনে মিলে ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করলো। টাঙ্গাইলের ভূঞাপুরে এ ঘটনায় গোলাম মোস্তফা নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর অভিযুক্ত ইসমাইল হোসেন পলতাক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে জানিয়েছে পুলিশ।
গত ৫ই অক্টোবর দুপুর বেলা উপজেলার অর্জুনা ইউনিয়নের চরাঞ্চলের একটি গ্রামের (বাসুদেবকুল) ছাত্রীকে পাশের বাড়ীর ইসমাঈল হোসেন বাড়িতে ডেকে নিয়ে যায়।
এসময় তার সাথে যোগ দেয় ইউসুফ আলী। বাড়ি ফাঁকা থাকায় তারা দু’জনে মিলে শিশুটিকে পালাক্রমে ধর্ষণ করে। কাউকে কিছু বললে মেরে ফেলার হুমকি দেয়া হয়। পরে বৃহস্পতিবার (৮ই অক্টোবর) সকালে শিশুটি পেট ব্যথা অনুভব হলে মা-বাবার কাছে সব কিছু খুলে বলে। বিকালে ওই মেয়ের বাবা বাদী হয়ে গোলাম মোস্তফা ও ইউসুফ আলীর বিরুদ্ধে মামলা দায়ের করলে গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়। এ মামলার অপর আসামি ইউসুফ আলীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে জানান পুলিশ।
Post Views: ১১৬