• ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

হায় মাননীয় সংসদ সদস্য, অস্ত্র হাতে ছবি ভাইরাল

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ১০, ২০২০, ০৭:২১ পূর্বাহ্ণ
হায় মাননীয় সংসদ সদস্য,  অস্ত্র হাতে  ছবি ভাইরাল
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেক্স:
সামাজিক যোগাযোগ মাধ্যমে আগ্নেয়াস্ত্র হাতে নিজের ছবি পোস্ট করেছেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলু। ছবিতে কোন কারন ছাড়াই একটি বিদেশি পিস্তল প্রদর্শন করছেন এমপি। যা আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিধি লঙ্ঘন বলে জানিয়েছেন আইনজ্ঞরা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে তার নিজের পেইজে ছবিটি পোস্ট করা হলেও সাংসদ বাবলুর দাবি, ব্যাক্তিগত  নিরাপত্তার কারনে ঢাকার একটি দোকান থেকে অস্ত্রটি কেনার সময় তার সাথে থাকা কেউ ছবিটি তুলে পোস্ট করেছেন।
এদিকে, অস্ত্র হাতে সংসদ সদস্যের এমন ছবি ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ ওঠে সমালোচনার ঝড়।  নানা শ্রেণীপেশার মানুষ এমপির এমন কান্ডে বিস্ময় প্রকাশ করেছেন কেউ কেউ প্রশ্ন তুলেন আইন সম্পর্কে সাংসদের অজ্ঞতা নিয়েও।
বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলুর আবেদনের প্রেক্ষিতে দেয়া হয়েছে পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদানের শর্তে স্পষ্ট উল্লেখ আছে বিনা প্রয়োজনে অস্ত্র প্রদর্শন করা যাবে না। বগুড়ার পাবলিক প্রসিকিউটর আবদুল মতিন জানান, কোনো কারণ ছাড়া আগ্নেয়াস্ত্র প্রদর্শন করা যাবে না। আগ্নেয়াস্ত্র ধরে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া লাইসেন্সের বরখেলাপ।