ফিল্মী কায়দায় হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নিয়েছে স্বজনরা, ৪ পুলিশ আহত
দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২০, ০৯:১৮ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেক্স:
হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নিয়েছে স্বজনরা। এসময় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। স্থানীয়রা আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাদের ঢাকা রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে পাঠানো হয়।
বুধবার রাতে মন্দরী ইউনিয়নের দক্ষিণ সাঙ্গর গ্রামের ওয়ারেন্টভুক্ত আসামি বুলবুল মিয়াকে ধরতে অভিযান চালায় পুলিশ। এসময় স্থানীয় বাজার থেকে বুলবুল মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে বুলবুলের স্বজনরা তাকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।