• ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

১১ কিশোরীকে ধর্ষণের অভিযোগে স্কুল কমিটির সদস্য কারাগারে

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ৬, ২০২০, ০৮:২৬ পূর্বাহ্ণ
১১ কিশোরীকে ধর্ষণের অভিযোগে স্কুল কমিটির সদস্য কারাগারে
সংবাদটি শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার:

তার পরিচয় বিশিষ্ট শিক্ষানুরাগী। এমনকি একটি স্কুলের ম্যানিজিং কমিটির সদস্যও তিনি। কিন্তু এটি তার বাহ্যিক পরিচয়। আসলে সে ধর্ষক! এপর্যন্ত ১১ কিশোরীকে ধর্ষনের ঘটনা জানাগেছে। এই ধর্ষকের নাম নওরোজ হিরা। বাদীর অভিযোগ, সর্বশেষ গত ২১ জুন মারিয়া ফের তার মেয়েকে ঘরে থেকে ডেকে নিয়ে হিরার ঘরে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর হিরা পুনরায় তার মেয়েকে ধর্ষণ করে। পরে তার মেয়ে বাড়ি এসে ধর্ষণের ঘটনা জানালে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাকরধা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নওরোজ হিরাকে ধর্ষণ মামলায় কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৫নভেম্বর) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে বিচারক এসএম মাহফুজ আলম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময় ১১ জন কিশোরীকে ধর্ষণের অভিযোগ রয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী কামাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। হিরা উপজেলার ফরিদপুর ইউনিয়নের পশ্চিম ফরিদপুর গ্রামের বাসিন্দা। নওরোজ হিরার বিরুদ্ধে অভিযোগ, ধর্ষণের ভিডিওচিত্র ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে গত চার বছর ধরে ওই ১১ কিশোরীকে হিরা ধর্ষণ করে আসছিলেন। এই ঘটনায় নির্যাতনের শিকার এক স্কুলছাত্রীর মা গত ২৮ অক্টোবর বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় হিরা ও তার সহযোগী মারিয়া আক্তারের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, প্রাইভেট পড়ানোর কথা বলে ২০১৮ সালের ২৫ অক্টোবর মারিয়া তার মেয়েকে হিরার বাড়িতে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর হিরা নানা ধরনের প্রলোভন দেখিয়ে তার মেয়েকে ধর্ষণ করে।