প্রেমে ব্যর্থ হয়ে হতাশায় ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন সিলেটের এক যুবক। তবে কেন তিনি এভাবে আত্মহননের পথ বেছে নিয়েছেন তারও কিছুটা ইঙ্গিত জানিয়ে গেছেন ফেসবুকের স্ট্যাটাসে।ঘটনাটি গত বুধবার রাতে সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার আলমপুর এলাকায় ঘটে।
গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার প্রায় ঘণ্টাখানেক আগে একটি মেয়েকে দায়ী করে তিনি এ পোস্ট দিয়েছিলেন। কিন্তু মেয়েটির পরিচয় পাওয়া না গেলেও যুবকের সঙ্গে একটি ছবি ছিল ফেসবুকে। ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার ঘণ্টাখানেক পর লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা আলহাজ উদ্দিন (১৯) জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের দরগাবাহারপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে।
মেয়েটির ছবি সংযুক্ত ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন-কিছু মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসে। তারা অনেক স্বার্থপর হয় প্রিয় মানুষটার বিষয়ে। সবকিছু দিয়ে তাদের পেতে চায়। আর আমি কোনোভাবেই পাইনি। চলে যাচ্ছি না ফেরার দেশে। ভালোবেসো না ঠকে যাবে।