• ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

অদম্য শক্তিতে বারবার ঘুরে দাঁড়িয়েছেন বাইডেন

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ৮, ২০২০, ০৭:১৪ পূর্বাহ্ণ
অদম্য শক্তিতে  বারবার ঘুরে দাঁড়িয়েছেন বাইডেন
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেক্স:
ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে নানা উত্থান-পতনের পর ঘুরে দাড়ান জো বাইডেন। যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন। ৫০ বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে কাউন্সিলম্যান থেকে শুরু কোরে সিনেটরের দায়িত্বও পালন করেছেন তিনি। সিনেদখিনের সময় ডেক্স:
ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে নানা উত্থান-পতনের পর ঘুরে দাড়ান জো বাইডেন। যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন। ৫০ বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে কাউন্সিলম্যান থেকে শুরু কোরে সিনেটরের দায়িত্বও পালন করেছেন তিনি। সিনেটের বিচার কমিটিতেও প্রতিষ্ঠিত করেন নিজেকে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি। প্রবীণ এই রাজনীতিবিদ ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে গেলেও বারবারই ঘুরে দাঁড়িয়েছেন অদম্য শক্তিতে।
যুক্তরাষ্ট্রের ৪৭ তম ভাইস প্রেসিডেন্ট জোসেফ রবিনেট বাইডেনের জন্ম ১৯৪২ সালে, যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের স্ক্র্যান্টন শহরে। বেড়ে ওঠা ডেলাওয়ারের উইলমিংটনে। বাবা জোসেফ রবিনেট বাইডেন ব্যবসায়ী আর মা ক্যাথরিন ইউজেনিয়া ফিনেগান গৃহিনী। জো বাইডেন ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেন ডেলাওয়ার ইউনিভার্সিটিতে। আর আইনে স্নাতকোত্তর করেন সাইরাকিউজ ইউনিভার্সিটি থেকে। ১৯৬৬ সালে বিয়ে করেন নেইলিয়া হান্টারকে।
১৯৭২ সালে মাত্র ৩০ বছর বয়সে সিনেটর হন বাইডেন। শপথ নেয়ার কিছু দিন আগে স্ত্রী নেইলিয়া এবং মেয়ে ন্যাওমি সড়ক দুর্ঘটনায় মারা যান। গুরুতর আহত হন দুই ছেলে বো এবং হান্টার বাইডেন। এ ঘটনায় বিপর্যস্ত হয়ে পড়েন বাইডেন। সিনেটরের দায়িত্ব নেবেন না বলেও ভাবেন। কিন্তু দলের অনুরোধে শপথ নেন ছেলে বো বাইডেনের হাসপাতালের কেবিন থেকে। ১৯৭৭ সালে আবার বিয়ে করেন বর্তমান স্ত্রী জিল ট্রেসি জেকবকে।
ডেলাওয়ার থেকে মোট ৬ বার সিনেটর নির্বাচিত হন জো। সিনেটের বিচার কমিটিতে নিজেকে প্রতিষ্ঠিত করেন। নারীর বিরুদ্ধে সহিংসতা আইনসহ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি আইন প্রণয়ন করেন তিনি। ১৯৮৭ সালে প্রথমবারের মত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থি হন। এক নির্বাচনি বক্তৃতায় অন্যের লেখা চুরির অভিযোগ উঠলে প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
২০০৭ সালে আবার নির্বাচনে দাঁড়ান। সেবার বারাক ওবামা প্রেসিডেন্ট হন এবং রানিংমেট হিসেবে বেছে নেন বাইডেনকে। ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে আবারও প্রিয়জন হারান। মস্তিষ্কের ক্যান্সারে বড় ছেলে বো বাইডেনের মৃত্যুতে ভেঙে পড়েন জো। ২০১৬র প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন পাবার আগেই সরে যান।