Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি ভোলায় সাংবাদিক পরিচয়ে অজুর্ন চন্দ্রসহ দুই প্রতারক গ্রেফতার

ভোলায় সাংবাদিক পরিচয়ে অজুর্ন চন্দ্রসহ দুই প্রতারক গ্রেফতার

দখিনের সময় ডেক্স:

ভোলায় সাংবাদিক পরিচয়ে দুই প্রতারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) রাতে, জাতীয় জরুরি সেবা নাম্বার ৯৯৯ এ ভুক্তভোগীরা ফোন দিলে পুলিশ তাদেরকে ঘটনাস্থল থেকে আটক করে। চাঁদাবাজিতে অভিযুক্ত ওই েএই দুই প্রতারক হলো অজুর্ন চন্দ্র দে (৪০) ও তার সহকারী রাসেল (২৫)। এই প্রতারকরা নিজেদেরকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়েছিলো।

পুলিশ, স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানান, ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনয়নের স্লুইসগেইট এলাকায় সোমবার দুপুরে শানু সরদারের মেয়ের বিয়ের আয়োজন চলে। এসময় স্থানীয় অনলাইন পত্রিকার কথা বলে ভুয়া ২ সাংবাদিক সুমন ও পারভেজ ওই বিয়ে বাড়িতে গিয়ে বাল্যবিয়ে হচ্ছে বলে ৫ হাজার টাকা দাবি করেন। এসময় স্থানীয়দের মধ্যস্থতায় এক হাজার পাঁচশত টাকা তাদের দিলে তারা চলে যায়। এ ঘটনার কিছু সময় পর কথিত সাংবাদিক অজুর্ন চন্দ্র দে ও তার ক্যামেরা পারসন রাসেল গিয়ে বাল্যবিয়ের কথা বলে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। অভিযোগ রয়েছে, অজুর্ন চন্দ্র দে বেশকিছু দিন ধরে নিজে বিভিন্ন স্থানে ভোলা সদর উপজেলা অনলাইন প্রেসক্লাবসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিক হিসাবে পরিচয় দিয়ে আসছিলো।

এসময় মেয়েপক্ষ জানান, তাদের মেয়ের বাল্যবিয়ে হচ্ছে না। তারপরও সাংবাদিক পরিচয়ে দুই প্রতারক ভয় দেখিয়ে টাকা দাবি করতে থাকে। এসময় স্থানীয় মেম্বার খবর পেয়ে ঘটনাস্থলে যান। তাদেরকে সাংবাদিক হিসাবে কেউ চিনতে না পারায় সন্দেহ হলে তাদের আটকে রেখে ৯৯৯ নাম্বারে ফোন দেয়আ হয়। পরে পুলিশ রাত ৯টার দিকে কথিত ওই ২ সাংবাদিককে আটক করে ভোলা সদর মডেল থানায় নিয়ে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ভিক্ষা করে দেশের মানুষ চলবে না: প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: কারও কাছে ভিক্ষা করে দেশের মানুষ চলবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন ভিক্ষুক জাতির...

শিশুদের সঙ্গে শিক্ষকের বিকৃতযৌনাচার, ৩০ ছাত্রকে বলাৎকার

দখিনের সময় ডেস্ক: দশ বছরের কম বয়সী ৩০ জন স্কুলছাত্রের সঙ্গে বিকৃত যৌনাচার করেছেন ৩৩ বছরের শিক্ষক মো. আব্দুল ওয়াকেল। শিশুদের বলাৎকার করে তিনি মোবাইলে...

রাজনীতিতে রনো ভাইরা আর নেই

রিকশায় না এসে প্রাইভেট কারে আসা এবং ধানমন্ডির ফ্ল্যাটে থাকার বিষয়ে রনো ভাইয়ের লজ্জিত হওয়ার বিষয়টি আমাকে বহু বছর ধরে বহুবার আন্দোলিত করেছে। ধরাধাম...

যা অছে ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টে

দখিনের সময় ডেস্ক: ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টের তথ্য অনুযায়ী ২০২২ সালে দুবাই শহরে সাড়ে বাইশ কোটি ডলারের সম্পদ কিনেছেন ৩৯৪ জন। তবে আরও বিভিন্ন তথ্যাদি...

Recent Comments