• ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কড়াপুরে সাবেক এক ইউপি চেয়ারম্যানের ছত্রছায়ায় থাকা মাদক সম্রাট র‌্যাবের হাত ধরা

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২০, ২২:১৭ অপরাহ্ণ
কড়াপুরে সাবেক এক ইউপি চেয়ারম্যানের ছত্রছায়ায় থাকা মাদক সম্রাট  র‌্যাবের হাত ধরা
সংবাদটি শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার:

দীর্ঘ দিন পুলিশের নাকের ডগায় ঘোরাফেরা করলেও ছাড়া পায়নি র‌্যাবের হাত থেকে। বরিশালে চিহ্নিত মাদক সম্রাট আবু সুফিয়ানসহ মোঃ ফারুক হাওলাদার নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ২শ ৭২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। কড়াপুরের সাবেক এক ইউপি চেয়ারম্যানের ছত্রছায়ায় থেকে এই চক্রটি দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে বলে সূত্র জানিয়েছে। সাবেক এই চেয়ারম্যানের এক সহোদর ঝালকাঠির কুখ্যাত মাদক ব্যবসায়ী।

আটককৃতরা বরিশাল সদর উপজেলার ১নং রায়পাশা কড়াপুর ইউনিয়নে মাদক কারবারী হিসেবে পরিচিত। এই মদক কারবারীরা এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকের ব্যবসা চালিয়ে আসছে। কিন্তু শেষ পর্যন্ত র‌্যাবের হাতে ধরাপড়লো ১লা ডিসেম্বর।

এয়ারপোর্ট থানাধীন এলাকার পপুলার স্কুল সংলগ্ন রাস্তার পাশে বসে ইয়াবা বেচাকেনা চলছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ঐ এলাকায় অভিযান চালিয়ে সুফিয়ানসহ মোঃ আবুল কালাম হাওলাদার এর পূত্র ফারুককে আটক করে। এ ব্যাপারে র‌্যাব-৮  সিপিএসসি’র ডিএডি মোঃ নূর ইসলাম বাদী হয়ে বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন বলে জানাগছে।