• ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

পাপুল-স্ত্রী-শ্যালিকা ও মেয়ের ৬১৩ ব্যাংক একাউন্ট জব্দ

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২০, ২২:৩৮ অপরাহ্ণ
পাপুল-স্ত্রী-শ্যালিকা ও মেয়ের ৬১৩ ব্যাংক একাউন্ট জব্দ
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক ॥

পাপুল, তার স্ত্রী, শ্যালিকা ও মেয়ের মোট ৮ টি ব্যাংকের ৬১৩টি ব্যাংক হিসাব জব্দ করার সিদ্ধান্ত দুদকের। ৩৮ কোটি ২২ লাখ টাকা পাচারের অভিযোগে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল, তার স্ত্রী, শ্যালিকা ও মেয়ের মোট ৮ টি ব্যাংকের ৬১৩টি ব্যাংক হিসাব জব্দ করার সিদ্ধান্ত দুদকের। একই সাথে তাদের নামের দেশের বিভিন্ন স্থানের মোট ৩০ দশমিক দুই সাত একর জমি ও গুলশানের ফ্ল্যাট জব্দের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

৬ই জুন রাতে কুয়েতের মুশরিফ এলাকা থেকে পাপুলকে গ্রেপ্তার করা হয়। পাচারের শিকার পাঁচ বাংলাদেশির অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে মানবপাচার, অর্থপাচার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মীদের শোষণের অভিযোগ এনেছে কুয়েতি প্রসিকিউশন। ১৭ দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর এখন তাকে কুয়েতের কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। এদিকে, দুদকের করা অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় এমপি পাপুলের স্ত্রী সংসদ সদস্য সেলিনা ইসলাম ও তার মেয়ে ওয়াফা ইসলামকে আগাম জামিন না দিয়ে ২৮শে ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।