সম্প্রসারিত হচ্ছে বরিশাল মহানগর আওয়ামী লীগ, কার্যকারিতা হারাবে সদর উপজেলা কমিটি
দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২১, ০৮:৫০ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
আলম রায়হান:
বরিশাল মহানগর আওয়ামী লীগের এখতিয়ার সম্প্রসারিত হচ্ছে। সূত্রমতে, মেট্রোপলিটান থানা এলাকার আওতাধীন চারটি ইউনিয়ন প্রাথমিক পর্যায়ে মহানগর আওয়ামী লীগের আওতায় আনা হবে। এ ব্যাপরে আজকের (১২ জানুয়ারী) দিনব্যাপী বর্ধিত সভায় বিস্তারিত আলোচনা হতে পারে বলে সূত্র জানিয়েছে। এ ক্ষেত্রে বরিশাল আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি ত্রিশ থেকে বেড়ে দাঁড়াবে চৌত্রিশ। ফলে আরো কার্যকারিতা হারাবে বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগ।
সূত্রমতে, প্রাথমিক পর্যায়ে বরিশাল সদর উপজেলার চারটি ইউনিয়ন আগামী ইউপি নির্বাচনের আগেই মহানগর আওয়ামী লীগের আওতায় আনা হবে। বাকী ৬টি ইউনিয়নও পর্যায় ক্রমে মহানগর আওয়ামী লীগের আওতায় আনার সম্ভাবনা রয়েছে। সূত্রমতে, আসন্ন সম্ভাব্য ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদে মনোনয়নের ব্যাপারে মহানগর কমিটির বিশেষ ভূমিকা থাকার সম্ভাবনা রয়েছে।
মহানগর আওয়ামী লীগের আওতা সম্প্রসারণের উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন বরিশালের রাজনৈতিক পর্যবেক্ষক মহল। তারা মনে করেন, ৭৫-এর থিংট্যাংকের কালো থাবা থেকে বরিশাল অঞ্চলকে মুক্ত করার ক্ষেত্রে আবুল হাসানাত আবদুল্লাহর অর্জিত সাফল্য অব্যাহত রাখা এবং সময়ের সঙ্গে এগিয়ে চলার জন্য মহানগর আওয়ামী লীগের এখতিয়ার সম্প্রসারণ করা সময়ের দাবী। উল্লেখ্য, বরিশাল মহানগর আওয়ামী লীগের প্রাণপুরুষ বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, তিনি সাধারণ সম্পাদক পদে রয়েছেন।
উল্লেখ্য, পাকিস্তানের দু:শাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম এবং মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রেখেছে বরিশাল। আজকের বরিশাল বিভাগ সেসময় ছিলো বরিশাল জেলা। ১৬ ডিসেম্বর পাকিস্তানী হানাদারদের আনুষ্ঠানিক আত্মসমর্পনের প্রায় এক সপ্তাহ আগে বরিশাল হানাদার মুক্ত হয়েছে, ৮ ডিসেম্বর। কিন্তু এই বরিশালের রাজনীতি দ্রুত স্বাধীনতা বিরোধী চক্রের নিয়ন্ত্রণে চলেগিয়েছিলো। শুধু তাই নয়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে স্বপরিবারে হত্যার পর কাকডাকা ভোরে বরিশাল শহরে বিশাল মিছিল অর্গানাইজ করতে পেরেছিলো স্বাধীনতা বিরাধী চক্র। এই অপকর্ম ব্যবহার করাহয়েছে সেই সময় আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম মঞ্জু ও তৎকালীন ছাত্র নেতা আ স ম ফিরোজকে। এর পর জেনারেল জিয়াউর রহমানের পৃষ্ঠপোষকতায় আবদুর রহমান বিশ্বাসকে সামনে রেখে বরিশালে স্বরূপে আত্মপ্রকাশ করে স্বাধীনতা বিরাধী চক্র।
স্বাধীনতা বিরোধী চক্রের কবল থেকে বরিশাল অঞ্চলকে টেনে তোলার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন দক্ষিণ বঙ্গের রাজনীতির সিংহপুরুষ আবুল হাসানাত আবদুল্লাহ। তিনি বরিশাল আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। বাবার রাজনীতির ধারায় যুক্ত হয়ে সেরনিয়াবাত সাদিক আবুল্লাহ অকল্পনীয় দক্ষতা ও সাফল্যের পচিয় দিয়েছেন। পর্যবেক্ষক মহল মনে করেন, ইউনিয়ন সংযুক্ত করে আওতা সম্প্রসারিত হলে মহানগর আওয়ামী লীগ অধিকতর শক্তিশালী হবার পাশাপাশি সংগঠনের শক্তি বাড়বে। এমনটাই বলছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল।