গ্লুকোমা মারাত্মক জটিল রোগ। এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব কিন্তু সম্পূর্ণ মুক্তি পাওয়া যায় না। ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মতো এ রোগের চিকিৎসা আজীবন করে যেতে হয়। এ রোগে দৃষ্টি যতটুকু হ্রাস পেয়েছে বা পায়, তা আর ফিরিয়ে আনা সম্ভব নয়। তবে দৃষ্টি যাতে আর কমে না যায়, তার জন্য আমাদের সারা জীবন চিকিৎসা গ্রহণ করে যেতে হবে।
এ রোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো নিয়মিত ওষুধ ব্যবহার করা এবং সময়মতো চিকিৎসকের শরণাপন্ন হয়ে নিয়মিত চক্ষু পরীক্ষা ও তার পরামর্শ মেনে চলা। যেহেতু অধিকাংশ রোগীর চোখে কোনো ব্যথা হয় না, এমনকি তেমন কোনো লক্ষণও অনুভূত হয় না, তাই রোগী নিজে এমনকি রোগীর আত্মীয়-স্বজনরাও এ দীর্ঘমেয়াদি চিকিৎসা অব্যাহত রাখেন না। ফলে অনেক রোগী অকালে অন্ধত্ব বরণ করে থাকেন।
গ্লুকোমা নিয়ন্ত্রণে রাখার ওষুধ ছাড়াও অন্যান্য চিকিৎসা রয়েছে, যার সিদ্ধান্ত প্রয়োজনে বা সময়মতো চিকিৎসক গ্রহণ করতে পারেন, যার মাধ্যমে চোখের চাপ নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয়।