হঠাৎ করে বুক ধড়ফড় করা বা বুকে সাংঘাতিক রকমের চাপ লাগা। বুকে ব্যথা হয় মনে হবে এখনই স্ট্রোক বা হার্ট অ্যাটাক হবে এমন অনুভূতি হয় প্যানিক ডিজঅর্ডার। এ রোগে সবচেয়ে সাধারণ যে বিষয়টি রোগীর হয় তা হলো প্যানিক অ্যাটাক। মনোচিকিৎসকরা জানান, প্যানিক অ্যাটাক হলে হয়তোবা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে উপসর্গ তীব্র হয়।
বেশিরভাগ ক্ষেত্রে হাসপাতালের জরুরি বিভাগে নেয়ার পর দেখা যায় রোগী শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ। যে শারীরিক উপসর্গগুলো এ রোগে দেখা দেয় সেগুলো হল:
হঠাৎ করে বুক ধড়ফড় করা বা বুকে সাংঘাতিক রকমের চাপ লাগা। বুকে ব্যথা হয় এমন অনুভূতি হয়, মনে হবে এখনই স্ট্রোক বা হার্ট অ্যাটাক হবে। রোগীর শ্বাসকষ্ট হয়। এটি এ রোগের অন্যতম লক্ষণ। এতে মনে হবে রোগী দমবন্ধ হয়ে মারা যাবে।ভীতিমূলক চিন্তা, নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া। ঘন ঘন ঘুম ভেঙ্গে যাওয়া। রোগী দুঃস্বপ্ন দেখে।
এ রোগে রোগী যেসব মানসিক সমস্যার মুখোমুখি হন সেগুলো হলো সে সবসময় সবকিছুতে উদ্বেগ বোধ করে।
এ রোগে রোগী যেসব মানসিক সমস্যার মুখোমুখি হন সেগুলো হলো সে সবসময় সবকিছুতে উদ্বেগ বোধ করে। এ সমস্যায় রোগী সবসময় সবকিছুতে উদ্বেগ বোধ করে। ছোটখাট সবকিছুতে আশঙ্কা হয় রোগীর। টেনশন এ রোগীর নিত্যসঙ্গী। মনোচিকিৎসকরা জানান, রোগী সবসময় অস্থির বোধ করে, মেজাজ খিটখিটে থাকে। কাজে মনোযোগ কম থাকে এবং ভুলে যায়। এ রোগে রোগীর মনে হবে সে সবকিছু ভুলে যাচ্ছে, আগের মত মনে রাখতে পারছে না।
এ রোগে যেসব শারীরিক সমস্যা হয় সেগুলো হলো:
রোগী খুব দুর্বল অনুভব করে ও ক্লান্ত বোধ করে।
বুক ধড়ফড় করবে কিন্তু প্যানিক অ্যাটাকের মত অত তীব্র হবে না। মাঝে মাঝে শ্বাস নিতে কষ্ট হয় রোগীর। পেটে চাপ অনুভব করে, খাবার হজম হয় না ঠিকমতো। কোষ্ঠকাঠিন্য হয় এ রোগে আক্রান্ত হলে। মনোচিকিৎসক ডা. মেখলা সরকার বলেন, যখন কেউ জেনারালাইজড এংজাইটি ডিজঅর্ডারে ভোগে তখন তার ব্রেইন কিছুটা রিঅ্যাক্ট করে।