রাজধানীতে ডিজিটাল কিশোর গ্যাং-এর প্রধান অপু গ্রেফতার, উত্তরাবাসীর শ্বস্তি
দখিনের সময়
প্রকাশিত আগস্ট ৩, ২০২০, ১৭:৪৭ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
স্টাফ রিপোর্টার:
অভিযোগ দায়েরের ২৪ ঘন্টার মধ্যে রাজধানীতে ডিজিটাল কিশোর গ্যাং-এর প্রধান অপুকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। এতে শ্বস্তির নি:শ্বাস ফেলছেন উত্তরাবাসী। উল্লেখ্য, লাইকি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরী হয়েছে ‘ডিজিটাল কিশোর গ্যাং!’ লাইকি নামক একটি অ্যাপস ব্যবহার করে গড়ে উঠেছে এই ডিজিটাল অপরাধী কিশোর গ্যাংগ।
উল্লেখ্য, ‘লাইকি’ একটি অ্যাপস যেখানে ব্যবহারকারীরা বিভিন্ন ধরণের ভিডিও বানায় এবং পরে তা তাঁরা তাঁদের লাইকি অ্যাকাউন্ট অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে তা আপলোড করেন। এই ধরণের কর্মকাণ্ডর প্রধান উদ্দেশ্যই হচ্ছে নিজেদের ‘প্রতিভা’ অন্যদের সামনে তুলে ধরা। কিন্তূ বর্তমান সময়ে ঘটছে অন্যরকম ঘটনা। এই লাইকি ব্যবহারকারীদের কেউ কেউ গড়ে তুলছে নিজস্ব কিশোর গ্যাং। যারা তাঁদের ভিডিও তৈরির নামে বেছে নিয়েছে অপরাধের নতুন পথ।
রাজধানীর উত্তরায় এই গ্যাং-এর হাতে ২ আগস্ট গুরুতর আহত হন নাজেহাল হন ইঞ্জিনিয়ার রবিন ও তাঁর বন্ধুরা।এরা এলাকতায় ‘অপুর বাহিনী’ হিসেবে পরিচিত।এরা ফেসবুকের অপব্যবহার করছে। ছদ্মাবরণে চলে সন্ত্রাস ও ডিজিটাল চাঁদাবাজী। এরা নিজেদের দাপট প্রতিষ্ঠা করার জন্য হামলাও করে প্রকাশ্যে।
ইঞ্জিনিয়ার রবিন ও তাঁর বন্ধুদের উপর হামলার ঘটনায় উত্তরার পূর্ব থানায় মামলা করা হলে দায়ের করা হলে ২৪ ঘন্টা না পেরোতেই গ্রেফতার হয় ‘অপুর বাহিনী’র প্রধান অপু। সূত্র জানিয়েছে, অপু মাদক ব্যবসার সঙ্গেও জড়িত। তার ব্যাপারে বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।