• ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বাউফলে আন্তজার্তিক নারী দিবস পালন

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৪, ১৯:২৬ অপরাহ্ণ
বাউফলে আন্তজার্তিক নারী দিবস পালন
সংবাদটি শেয়ার করুন...

বাউফল প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে সরকারি কৃষি সেবা ও ব্যাংক ঋণ প্রাপ্তিতে বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করা হয়।

স্পিড ট্রাস্টের নির্বাহী পরিচালক সামসুল ইসলাম দিপুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্য রাখেন ইউএনও মো. বশির গাজী। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রতিক কুমার কুন্ড, এএলআরডি’র নির্বাহী পরিচালক রওশন জাহান মনি ও উপজেলা কৃষি কর্মকর্তা অনুরুদ্ধ দাস ও সমাজসেবা কর্মকর্তা মো. মনিরুজ্জামান। সভায় প্রান্তিক পর্যায়ের উপকারভোগী নারী, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকগন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।