মেডিকেলে ভর্তি না হওয়ায় রংপুরে বিদ্যুতের খুঁটিতে উঠে প্রাণ হারালেন যুবক
দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২৫, ১৮:৩০ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
মেডিকেল ভর্তি পরীক্ষায় সুযোগ না পেয়ে রংপুরে বিদ্যুতের খুঁটিতে উঠে আত্মহত্যা করেছেন নীরব নামের এক যুবক। রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর একটি এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নীরব কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের চিলমারী এলাকার বাসিন্দা। তার বাবা এরশাদুল হক ও মা নুরুন্নাহার বেগম—দুজনই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। নীরব ছিলেন পরিবারের বড় সন্তান। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য তিনি রংপুর শহরের লালবাগ এলাকার নুর ছাত্রাবাসে থেকে কোচিং করতেন। ফলাফল প্রকাশের পর কোথাও চান্স না পাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং পরিবারের সঙ্গেও যোগাযোগ কমিয়ে দেন।
রোববার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে নীরব তার ছাত্রাবাস থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে নগরীর বালাপাড়া ২০ মেগাওয়াট এলাকায় যান। সেখানে একটি বিদ্যুতের খুঁটিতে উঠে ৩৩ হাজার ভোল্টেজের লাইনে হাত দিলে তিনি গুরুতরভাবে দগ্ধ হন এবং নিচে পড়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং পরে পরিবারের কাছে হস্তান্তর করে। বেরুবাড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আশরাফুল হক জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক; শোকাহত পরিবার এখনো কথা বলার মতো অবস্থায় নেই।