• ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

খেজুরের ভ্যাট কমালো সরকার, দাম কী কমবে?

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২৫, ১৮:৫৪ অপরাহ্ণ
খেজুরের ভ্যাট কমালো সরকার, দাম কী কমবে?

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 90?

সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
আসন্ন রমজান মাস উপলক্ষে সাধারণ মানুষের জন্য স্বস্তি নিয়ে এলো অন্তর্বর্তীকালীন সরকার। রমজানকে সামনে রেখে সরকার খেজুর আমদানির ওপর মূল্য সংযোজন কর বা ভ্যাট ১২ শতাংশ কমিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ভ্যাট হ্রাসের কারণে ভোক্তা পর্যায়ে খেজুরের দান কী কমবে? নাকি লাভের গুরু পীপড়ায় খাবার মতো ভ্যাট হ্রাসের সুবিধা ব্যাসায়ী সিন্ডিকেটের পকেটে যাবে!
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন। রমজানে বাংলাদেশে খেজুরের চাহিদা ব্যাপক হারে বেড়ে যায়। এই সময়ে আমদানিকৃত খেজুরের ওপর ভ্যাট কমিয়ে দেওয়ায় বাজারে পণ্যটির দাম কিছুটা কমবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।