দখিনের সময় ডেস্ক:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনায় জড়িত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ভারতের আসাম থেকে তোলা সেলফি ও ফোন নম্বর প্রকাশ করা হয়েছে। মাসুদের এই ছবি একটি ইন্টারসেপ্ট করে পাওয়া গেছে। এ ঘটনায় মামলাও দায়ের করা হয়েছে। সাংবাদিক জুলকারনাইন সায়ের রোববার (১৫ ডিসেম্বর) রাতে সামাজিক মাধ্যমে মাসুদের এই ছবি ও ফোন নম্বর প্রকাশ করেন।
ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী মোটরবাইকচালক আলমগীর হোসেন ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছেন। এরপর জাহাঙ্গীর কবির নানকের পিএস মো. মাসুদুর রহমান বিপ্লব তাকে ভারতের ফোন নম্বরটি জোগাড় করে দেন। এই নম্বর ব্যবহার করে মাসুদ গতকাল রাতে কয়েকটি নম্বরে নিজের ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে তোলা সেলফি পাঠান।
প্রসঙ্গত, ১২ ডিসেম্বর, শুক্রবার, জুমার নামাজের পর। রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে করে এসে চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করা হয়। তাকে হত্যাচেষ্টার অভিযোগে পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। ওসমান হাদির ওপর হামলার ঘটনায় রোববার রাত পর্যন্ত মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, মানবপাচারে জড়িত দুই সহযোগী, সন্দেহভাজন গুলির শ্যুটার মাসুদের স্ত্রী, শ্যালক ও বান্ধবী।