• ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

পাঁচ দিনের রিমান্ডে সাংবাদিক আনিস আলমগীর

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২৫, ১৯:২৫ অপরাহ্ণ
পাঁচ দিনের রিমান্ডে সাংবাদিক আনিস আলমগীর
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার একটি আদালত। সোমবার সন্ধ্যায় শুনানি শেষে এই আদেশ দেন ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম। এর আগে, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে মি. আলমগীরকে বিকেলে আদালতে তোলা হয়।
রোববার রাতে জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিক মি. আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। সোমবার তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে নেওয়ার পর মামলার তদন্ত কর্মকর্তা ঢাকার উত্তরা পশ্চিম থানার পুলিশ পরিদর্শক মুনিরুজ্জামান তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন।