• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

‘হাদির চিকিৎসায় যুক্তদেরও ভারত থেকে হুমকি দেয়া হচ্ছে’

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২৫, ১৯:০৮ অপরাহ্ণ
‘হাদির চিকিৎসায় যুক্তদেরও ভারত থেকে হুমকি দেয়া হচ্ছে’
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
হাদির চিকিৎসার সঙ্গে যুক্ত চিকিৎসকরাও নানা মাধ্যমে হুমকি দেয়া হচ্ছে। এ কথা জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন ডা. মোহাম্মদ আব্দুল আহাদ। ভারত থেকে ফোনে তাদের হুমকি দেয়া হচ্ছে বলে জানান তিনি। ডা. মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, আমাদের জীবন হুমকির মুখে আছে। আমাদের ধারাবাহিকভাবে ভারত থেকে ফোন দিয়ে হুমকি দেয়া হচ্ছে। আমাদের নম্বর পাবলিক করে দেয়া হচ্ছে। বিভিন্ন গ্রুপে নম্বর ছড়িয়ে দেয়া হচ্ছে। আমাদের পরিবার ও বাসার লোকেশন ট্র্যাক করা হচ্ছে।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালে হাদির শারীরিক অবস্থার খোঁজ নিতে এসে ব্রিফিংয়ে একথা জানান তিনি। মূলত ঢামেকে হাদির চিকিৎসার সাথে সম্পৃক্ত ছিলেন তিনি। চিকিৎসার জন্য হাদিকে বিদেশে পাঠানোর পরিকল্পনা চলছে জানিয়ে তার চিকিৎসক আরও বলেন, ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার পরিকল্পনা আছে, তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি জানান, মেডিকেল বোর্ডের পক্ষ থেকে একটি কেস সামারি প্রস্তুত করে দেয়া হয়েছে। তবে রোগীকে বিদেশে স্থানান্তরের মতো শারীরিক স্থিতিশীলতা আছে কি না, সেটিও বড় প্রশ্ন।