দখিনের সময় ডেস্ক:
ঢাকার ব্যস্ত রাস্তায় করিম ভাই, যিনি “রিকশা রাজ” নামে পরিচিত, রাজত্ব করতেন। তার রিকশা শুধু যানবাহনই ছিল না; ছিল তার সিংহাসন। নীয়ন আলো, গান বাজানো স্পিকার, আর হর্নে বলিউডের সুর—রিকশা রাজ যেন এক চলন্ত কারিশমা। এক দুপুরে, করিম ভাই যাত্রী নেওয়ার অপেক্ষায় ছিলেন, এমন সময় এক যুবক রাফি তার রিকশায় চড়ে বসল এবং চ্যালেঞ্জ ছুঁড়ে দিল। “করিম ভাই, শর্ত লাগাই, আমার বন্ধুর সিএনজির চেয়ে আগে মিরপুর পৌঁছাতে পারবেন না!”
করিম ভাই হেসে উঠলেন, তার গোঁফ নায়কদের মতো নড়ে উঠল। “বাবু, তুমি জানোই না কার সঙ্গে কথা বলছো। শক্ত হয়ে ধরো!” তার বলিউড সুরের হর্ন বাজিয়ে, যা পথচারীদের চমকে দিল, করিম ভাই যেন জীবন বাজি রেখে প্যাডেল চালাতে শুরু করলেন। ট্রাফিকের ফাঁক গলে, বাসকে পাশ কাটিয়ে, আর ঘণ্টি বাজিয়ে, তিনি প্রতিযোগিতার কোনো সুযোগই রাখলেন না। এদিকে, রাফির বন্ধু, সিএনজিতে বসে, ক্রমাগত হর্ন বাজিয়ে পেছনে আসার চেষ্টা করছিল। কিন্তু রিকশা রাজকে থামানোর সাধ্য কার!
অবশেষে মিরপুর পৌঁছালে করিম ভাই রাজকীয় ভঙ্গিতে ব্রেক চাপলেন। রাফি হাসতে হাসতে নেমে পড়ে, আর তাকে ১০০ টাকার টিপ দিল। হেরে যাওয়া সিএনজি এক মিনিট পর এসে থামল, তার ড্রাইভার বিরক্ত চোখে তাকিয়ে রইল। করিম ভাই হাত নেড়ে বললেন, “পরের বার হেলিকপ্টার নিয়ে আসো, বাবু। সেটাই তোমার একমাত্র আশা!”
গ্রন্থনা – ইলহাম জামান রূপম
Post Views:
০