• ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

স্থানীয়দের বাধায় স্থগিত হলো পরীমণির টাঙ্গাইল সফর

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৫, ১৮:২৮ অপরাহ্ণ
স্থানীয়দের বাধায় স্থগিত হলো পরীমণির টাঙ্গাইল সফর
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময ডেস্ক
টাঙ্গাইলের কালিহাতিতে স্থানীয়দের বিরোধিতার মুখে চিত্রনায়িকা পরীমণির নির্ধারিত একটি অনুষ্ঠানের আয়োজন বাতিল হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে এলেঙ্গায় “হারল্যান স্টোর” নামে একটি কসমেটিকস শপের উদ্বোধন অনুষ্ঠানে তার উপস্থিত থাকার কথা ছিল। তবে, স্থানীয় ধর্মপ্রাণ জনগোষ্ঠীর বাধার কারণে আয়োজকরা শেষ মুহূর্তে অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হন। শোরুমটির মালিক মীর মাসুদ রানা জানান, স্থানীয়দের চাপ এবং পরিস্থিতি বিবেচনা করে থানা পুলিশের নির্দেশে তারা অনুষ্ঠানটি বাতিল করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই সপ্তাহ ধরে এলেঙ্গার বিভিন্ন এলাকায় মাইকিং করে ঘোষণা দেওয়া হচ্ছিল যে, হারল্যান স্টোরের উদ্বোধনীতে পরীমণি উপস্থিত থাকবেন। তবে, এই ঘোষণার পর থেকেই স্থানীয় ধর্মীয় ব্যক্তিরা এ নিয়ে প্রতিবাদ করতে শুরু করেন। বিভিন্ন মসজিদে জুমার খুৎবার আগে এ বিষয়ে আলোচনা হয় এবং পরীমণির আগমন ঠেকাতে কর্মসূচি নেওয়ার ঘোষণা দেওয়া হয়। এমনকি, আন্দোলন ও বিক্ষোভের প্রস্তুতিও নিতে দেখা যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে, আয়োজকরা উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করার সিদ্ধান্ত নেন।
শোরুমের মালিক মীর মাসুদ রানা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা প্রচার-প্রচারণায় ১০ থেকে ১২ দিন সময় দিয়েছি। বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছি। এমন পরিস্থিতির মুখে আমাদের প্রোগ্রাম বাতিল করতে হলো।” এদিকে কালিহাতি থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া জানান, স্থানীয় ধর্মীয় ব্যক্তিদের আপত্তির কারণে আয়োজকরা অনুষ্ঠান বাতিল করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন, আয়োজকদের শর্ত দেওয়া হয়েছিল যাতে যানজট বা জনদুর্ভোগ না হয়। তবে, তারা অনুষ্ঠানের স্থগিতের বিষয়ে কোনো তথ্য দেননি।