• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সোহানা সাবার নতুন জয়ের গল্প

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৫, ১৫:২৭ অপরাহ্ণ
সোহানা সাবার নতুন জয়ের গল্প
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
দেশের জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা এবার বিচারকের আসনে। ভারতের জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বিচারকের দায়িত্ব পালন করতে বর্তমানে ভারতে অবস্থান করছেন তিনি। সাবার মতে, এই দায়িত্ব পাওয়া তার অভিনয় জীবনের অন্যতম সম্মানের বিষয়। তিনি জানান, এর আগে অনেকবার বিচারক হওয়ার প্রস্তাব পেলেও সময়ের অভাবে রাজি হতে পারেননি। তবে এবার আর সুযোগ হাতছাড়া করেননি।
সাবা মনে করেন, এমন আন্তর্জাতিক মঞ্চে বিচারকের দায়িত্ব পালন বাংলাদেশের জন্যও একটি গর্বের বিষয়। তিনি স্মৃতিচারণা করে বলেন, ২০১৫ সালে “বৃহন্নলা” সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়ার পর থেকেই এই উৎসবের সঙ্গে তার বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে। এরপর থেকে বেশ কয়েকবার জুরি সদস্য হওয়ার প্রস্তাব এলেও তা সম্ভব হয়নি। এবার সেই স্বপ্নপূরণ হওয়ায় উচ্ছ্বসিত সাবা।
শুক্রবার (১৭ জানুয়ারি) থেকে শুরু হওয়া ৫ দিনব্যাপী এই উৎসবে ৭৭টি দেশের ১ হাজার ৬৫১টি চলচ্চিত্রের মধ্যে ২৪০টি প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। ২১ জানুয়ারি শেষ হবে এই প্রতিযোগিতামূলক উৎসব। সাবা আশা প্রকাশ করেন, তার এই নতুন ভূমিকা দেশকে আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিত করবে এবং ভবিষ্যতে তিনি একের পর এক চমক নিয়ে হাজির হবেন।