• ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

অভিনেত্রীর কান্ড, মা হলেন বিয়ের তিন মাসের মধ্যেই

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ণ
অভিনেত্রীর কান্ড, মা হলেন বিয়ের তিন মাসের মধ্যেই
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বিয়ের পর মা হতে সাধারণত ১০ মাস দশ দিনের প্রচলিত একটি সময় সীমা আছে। তবে এই সময় সীমার হেরফের হয়। কিন্তু সকল প্রচলিত সময় সীমাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বিয়ের মাত্র তিন মাসের মধ্যেই মা হবার অনন্য এক রেকর্ড সৃষ্টি করলেন ভারতের পশ্চিম বঙ্গের অভিনেত্রী রূপসা চ্যাটার্জি। এ প্রসঙ্গে রসিকজনের মন্তব্য, “বিয়ের আগেই সন্তান উৎপাদনের বিষয়টি বেশ এগিয়ে রেখেছিলেন সুন্দরী অভিনেত্রী।“
মাস তিনেক আগে বিয়ে করেন অভিনেত্রী রূপসা চ্যাটাজি। এর এক মাসের মাথায়ই আনেন অন্তঃসত্বার খবর! এতে রীতিমতো কটাক্ষের মুখেও পড়েছিলেন তিনি। আর এবার সুখবরই দিলেন। গত বছর অক্টোবরে বিয়ে করেছিলেন তিনি। অর্থাৎ বিয়ের তিন মাসের মাথায় সন্তানের মা হলেন অভিনেত্রী। অভিনেত্রী ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘গত ২৬শে জানুয়ারি আমি সন্তানের জন্ম দিয়েছি। এখন বাড়ি ফিরে এসেছি। আমরা দুজনেই পুরোপুরি সুস্থ। সকলে আর্শীবাদ করবেন।’
এদিকে সামাজিক মাধ্যমে পরিবারের নবাগত সদস্যকে নিয়ে কিছু আদূরে মুহূর্তও ভাগ করে নেন রূপসা ও তার স্বামী সায়নদীপ। ছবিতে দেখা গেল মায়ের আঙুল ধরে রয়েছে একরত্তি। আর ক্যাপশনে লেখা- ‘বিলম্বিত সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা এবং সেইসঙ্গে নিজেকেও বিলম্বিত জন্মদিনের শুভেচ্ছা।’ তবে পুত্রসন্তান এল না কন্যাসন্তান, সেটা অবশ্য পোস্টে উল্লেখ করেননি তারা। কারণ দিন কয়েক আগেই সাক্ষভক্ষণের অনুষ্ঠানে ‘ছেলে না মেয়ে হবে’ পারিবারিক সদস্যদের নিয়ে ভোট চ্য়ালেঞ্জ করে কটাক্ষের শিকার হতে হয়েছিল দম্পতিকে। সেই কারণেই সম্ভবত সন্তানের লিঙ্গ প্রকাশ্যে আনেনি রূপসা-সায়নদীপ।