• ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আকর্ষণীয় সুবিধাসহ জনবল নেবে সজীব গ্রুপ

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৫, ১৪:৫৬ অপরাহ্ণ
আকর্ষণীয় সুবিধাসহ জনবল নেবে সজীব গ্রুপ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
শিল্পপ্রতিষ্ঠান সজীব গ্রুপ ‘করপোরেট সেলস, ফুড প্রোডাক্টস’ বিভাগে জনবল নিয়োগ দিচ্ছে। প্রার্থীদের স্নাতক ডিগ্রি ও অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদের নাম এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ। ঢাকায় কাজ করার জন্য নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ন ২৫ বছর হতে হবে।
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। এর পাশাপাশি মোবাইল বিল, টিএ/ডিএ, দুপুরের খাবারের জন্য আংশিক ভর্তুকি, ২টি উৎসব বোনাস এবং প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী প্রণোদনাসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে। এছাড়াও, প্রতি বছর বেতন পর্যালোচনার সুযোগ থাকবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ আগামী ১৮ জানুয়ারি। উপযুক্ত যোগ্যতা থাকলে এখনই আবেদন করুন এবং সজীব গ্রুপের সঙ্গে ক্যারিয়ার গড়ার সুযোগ নিন।