প্ল্যান ইন্টারন্যাশনালে ম্যানেজার পদে চাকরির সুযোগ, বেতন আকর্ষণীয়!
দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৫, ১৫:০৪ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ তাদের ঢাকা অফিসে ম্যানেজার-রিস্ক অ্যান্ড অ্যাসুরেন্স পদে জনবল নিয়োগ দিচ্ছে। প্রার্থীদের অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা অডিট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় ফিন্যান্স বা ইন্টারনাল অডিটে ৮-১০ বছরের অভিজ্ঞতা এবং ম্যানেজমেন্ট ও স্টাফ সুপারভিশনে অন্তত দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকা জরুরি।
এই পদে চুক্তিভিত্তিক চাকরির জন্য নির্ধারিত কর্মস্থল হবে ঢাকার কান্ট্রি অফিস। বেতন ১,৮৩,৮৮৩ থেকে ২,৪৭,১০৬ টাকা নির্ধারণ করা হবে অভিজ্ঞতার ওপর ভিত্তি করে। পাশাপাশি, জীবন বিমা ও চিকিৎসা সুবিধা রয়েছে। আগ্রহী প্রার্থীরা প্ল্যান ইন্টারন্যাশনালের চাকরির ওয়েবসাইট থেকে নিয়োগ প্রক্রিয়া ও আবেদনপত্রের বিস্তারিত জেনে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময় ১৬ জানুয়ারি ২০২৫। এই সুযোগ কাজে লাগিয়ে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার গুরুত্বপূর্ণ পদে নিজের ক্যারিয়ারকে আরও একধাপ এগিয়ে নিতে পারেন।